ঢাকা, বৃহস্পতিবার, ২৫ আষাঢ় ১৪৩২, ১০ জুলাই ২০২৫, ১৪ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

উত্তেজনা, সহিংসতা এড়াতে পুলিশের মাইকিং 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:০৩, জানুয়ারি ২০, ২০২১
উত্তেজনা, সহিংসতা এড়াতে পুলিশের মাইকিং 

চট্টগ্রাম: নির্বাচনী সহিংসতায় একজন নিহত হয় চট্টগ্রামের পাঠানটুলিতে। সেই মৃত্যু নিয়ে এখনও উত্তেজনা রয়েছে এলাকায়।

ইতোমধ্যে এই ঘটনাকে কেন্দ্র করে বদলি করা হয়েছে ওসিকে। উত্তেজনা প্রশমন এবং সহিংসতা এড়াতে এবার সেই ওয়ার্ডে সচেতনতামূলক মাইকিং করেছে ডবলমুরিং থানা পুলিশ।
 

বুধবার (২০ জানুয়ারি) সিএমপির অতিরিক্ত উপ কমিশনার আবু বক্কর সিদ্দিকের নেতৃত্বে এই মাইকিং করা হয়। পাশাপাশি ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতেও তল্লাশি চালানো হয়।

ডবলমুরিং থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, ‘নির্বাচন নিয়ে আমরা আর কোন অনাকাঙ্ক্ষিত ঘটনা চাই না। তাই সচেতনতামূলক মাইকিং করেছি। পাশাপাশি প্রার্থীদের সাথেও আলোচনা করে নির্বাচনের পরিবেশ সুন্দর রাখার জন্য আহ্বান জানিয়েছি। ’

গত ১২ জানুয়ারি নির্বাচনী সহিংসতায় একজন মারা যায়। এই ঘটনার জেরে বদলি হন ডবলমুরিং থানার ওসি। নতুন ওসি হিসেবে যোগদান করেন মোহাম্মদ মহসীন। যোগদানের পরদিনই ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে মাইকিং করা হয়।  

এসময় সহকারী কমিশনার (ডবলমুরিং জোন) শ্রীমা চাকমাসহ পুলিশের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২১৫৪ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২১
এসকে/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।