ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

১৫ জিবি ইন্টারনেট ব্যবহার করেছে মাত্র ২৪ জন

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৫ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০২১
১৫ জিবি ইন্টারনেট ব্যবহার করেছে মাত্র ২৪ জন প্রতীকী ছবি।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: করোনাকালে অনলাইন ক্লাসে উপস্থিতি বাড়াতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) কর্তৃপক্ষের দেওয়া ১৫ জিবি ফ্রি ইন্টারনেট সম্পূর্ণ ব্যবহার করেছে মাত্র ২৪ জন শিক্ষক-শিক্ষার্থী। পক্ষান্তরে প্যাকেজটি নিয়েছিলেন ১০ হাজার ২৬ জন।

রোববার (১৭ জানুয়ারি) বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয় প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া।  

এর আগে গত ১ নভেম্বর থেকে মাসিক ১৫ জিবি ফ্রি ইন্টারনেট সার্ভিস চালু করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

এক্ষেত্রে প্রতিটি প্যাকের জন্য রবি অপারেটরকে ৯৯ টাকা পরিশোধ করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।

শিক্ষক-শিক্ষার্থীরা এ ইন্টারনেট দিয়ে শুধুমাত্র চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ওয়েবসাইট, বিডি রেন, জুম, গুগল ড্রাইভ, হোয়াটসঅ্যাপ, জিমেইল, হটমেইল এবং ইয়াহু ব্যবহারের সুযোগ পান।  

সর্বশেষ তথ্যানুযায়ী, ফ্রি ১৫ জিবি ইন্টারনেট একেবারেই ব্যবহার করেননি ২ হাজার ৫৫ জন। ১-৩ জিবি ব্যবহার করেছেন ২ হাজার ৬৬৬ জন। ৩-৭ জিবি ব্যবহার করেছেন ১ হাজার ১৪৩ জন। ৭-১০ জিবি ব্যবহার করেছেন ৪১৯ জন। ১০-১৪ জিবি ব্যবহার করেছেন ৪৭০ জন এবং সম্পূর্ণ ১৫ জিবি ইন্টারনেট শেষ করেছেন মাত্র ২৪ জন।  

প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া বাংলানিউজকে বলেন, ১৫ জিবি ইন্টারনেটের সময়কাল প্রথমে ১ মাস রাখা হলেও পরবর্তীতে রবি অপারেটরের সঙ্গে কথা বলে আমরা ইন্টারনেটের মেয়াদ আরও একমাস বাড়িয়ে ২ মাস করেছিলাম। তবে ইন্টারনেট ব্যবহারের সর্বশেষ তথ্যানুযায়ী আমরা দেখেছি, অধিকাংশ ডাটা ব্যবহার হচ্ছে না। তাই আমরা ২য় ধাপে এখন পর্যন্ত যারা ৭ জিবির ওপরে ব্যবহার করেছে, তাদেরকে আবার প্যাকেজটি দিয়েছি। বাকিদের বিষয়ে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে।  

বাংলাদেশ সময়: ১৩১৩ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০২১
এমএ/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।