ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

ড্রাইভিং সিটে লুকিয়ে ইয়াবা পাচার, দুই যুবক আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২২ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০২১
ড্রাইভিং সিটে লুকিয়ে ইয়াবা পাচার, দুই যুবক আটক

চট্টগ্রাম: নগরের কর্ণফুলী থানার শাহ আমানত সেতু এলাকা থেকে মাইক্রোবাসের ড্রাইভিং সিটে লুকিয়ে ইয়াবা পাচারের সময় দুই যুবককে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন।

শুক্রবার (১৫ জানুয়ারি) ৭ হাজার ৭৬২ পিস ইয়াবাসহ তাদের আটকের তথ্য গণমাধ্যমকে জানায় র‌্যাব।

আটক দুই যুবক হলেন- রংপুর জেলার পীরগঞ্জ থানার আবদুল আজিজের ছেলে মো. রাসেল মিয়া (৩৫) ও ছোট রংপুর থানার মো. আবুল কাশেমের ছেলে মো. জাহিদ হাসান রাজিব (২২)।  

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার বাংলানিউজকে বলেন, কক্সবাজার থেকে মাইক্রোবাসের ড্রাইভিং সিটের নিচে বিশেষ কায়দায় লুকিয়ে ইয়াবা রংপুরে পাচারের সময় শাহ আমানত সেতু এলাকা থেকে তাদের আটক করা হয়।

তিনি বলেন, তাদের কাছ থেকে ৩৮ লাখ ৮১ হাজার টাকা মূল্যের ৭ হাজার ৭৬২ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। তাদের ব্যবহৃত মাইক্রোবাসটি জব্দ করা হয়েছে।

আইনানুগ ব্যবস্থা নেয়ার জন্য উদ্ধারকরা ইয়াবাসহ আটক দুই যুবককে কর্ণফুলী থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র‌্যাব কর্মকর্তা মো. নুরুল আবছার।

বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০২১
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।