ঢাকা, সোমবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ২০ মে ২০২৪, ১১ জিলকদ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

মহিউদ্দিন ভাই ছাড়া নিজেকে একা মনে হয়: মোশাররফ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৪ ঘণ্টা, জানুয়ারি ২, ২০২১
মহিউদ্দিন ভাই ছাড়া নিজেকে একা মনে হয়: মোশাররফ

চট্টগ্রাম: সব আন্দোলন সংগ্রামে এবিএম মহিউদ্দিন চৌধুরীর নেতৃত্বে আমরা কাজ করেছি। তিনি কখনও ভয় পেতেন না।

সব আন্দোলন সংগ্রামে তিনি এগিয়ে ছিলেন। তাকে হারিয়ে নিজেকে একা মনে হয়।
আমি বড় একা হয়ে গেছি।

শনিবার (২ জানুয়ারি) বিকেলে কাজীর দেউড়ির আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে আয়োজিত সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরীর স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এসব কথা বলেন।

চট্টগ্রামের প্রবীণ রাজনীতিক মোশাররফ বলেন, বিএনপির আমলেও মহিউদ্দিন ভাই মেয়র হিসেবে জয় লাভ করেছেন। যেখানে মানুষের কষ্ট দেখতেন, সেখানেই তিনি ঝাঁপিয়ে পড়তেন। মহিউদ্দিন চৌধুরীর মতো দলের দলের জন্য নিবেদিত প্রাণ নেতা পাওয়া অনেক কঠিন।  

আসন্ন চসিক নির্বাচন নিয়ে তিনি বলেন, মহানগরে আবার নির্বাচন হতে যাচ্ছে। ৪১ ওয়ার্ডের প্রতিটি কেন্দ্রে আমাদের নেতাকর্মীরা ভ্যানগার্ডের মতো দাঁড়িয়ে দায়িত্ব পালন করলে, মহিউদ্দিন চৌধুরীকে যেভাবে মেয়র করেছি- সেভাবে আবারও জয়ী হতে পারবো।  

নগর যুবলীগের আহ্বায়ক মহিউদ্দিন বাচ্চুর সভাপতিত্বে স্মরণ সভায় আরও বক্তব্য রাখেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জহিরুল আলম দোভাষ, আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য শাহাদাত হোসেন তসলিম, কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক বদিউল আলম বদি প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১০২ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০২১
এমএম/এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।