ঢাকা, শুক্রবার, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ৩১ মে ২০২৪, ২২ জিলকদ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

মোস্তফা-হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের কম্বল বিতরণ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৮ ঘণ্টা, জানুয়ারি ২, ২০২১
মোস্তফা-হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের কম্বল বিতরণ

চট্টগ্রাম: মোস্তফা-হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে খাগড়াছড়ি হোসনে আরা মনজুর বিদ্যানিকেতন প্রাঙ্গণে এলাকার গরিব, দুস্থ ও অসহায় উপজাতিদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।  

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোস্তফা-হাকিম গ্রুপের পরিচালক মোহাম্মদ সাইফুল আলম।

মোস্তফা-হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ও সাবেক মেয়র মনজুর আলম বলেন, সমাজের গরিব, অসহায়, এতিম ও দরিদ্র মানুষেরা দারিদ্রতার কারণে শীতে কষ্ট পায়।

তারা শীতবস্ত্রের অভাবে নানা রোগ-ব্যাধিতে ভোগতে থাকে।

তাদের কথা চিন্তা করে মোস্তফা-হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশন খাগড়াছড়িতে কম্বল বিতরণ করেছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- তাহের মনজুর কলেজের সাবেক অধ্যক্ষ বাদশা আলম, উত্তর কাট্টলী মোস্তফা-হাকিম কলেজের প্রভাষক সত্যজিত বড়ুয়া প্রমুখ।  

বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, জানুয়ারি ২০২১
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।