ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

বিনোদনকেন্দ্রে মাস্ক না পরায় ৫১ জনকে জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪০ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০২০
বিনোদনকেন্দ্রে মাস্ক না পরায় ৫১ জনকে জরিমানা

চট্টগ্রাম: মাস্ক না পরে বিনোদনকেন্দ্রে ঘোরাঘুরি করার দায়ে চট্টগ্রামে ৫১ জনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (২৭ নভেম্বর) ছুটির দিন বিকেলে নগরের চট্টগ্রাম চিড়িয়াখানা, ডিসি হিল, সিআরবি এবং জাম্বুরি পার্কে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত এই জরিমানা করেন।

অভিযানে নেতৃত্ব দেন চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. উমর ফারুক এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল আলম।

চট্টগ্রাম চিড়িয়াখানায় পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল আলম।

তিনি মাস্ক না পরায় ১০ জনকে ২ হাজার ৬০০ টাকা জরিমানা করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. উমর ফারুক ডিসি হিল, সিআরবি এবং জাম্বুরি পার্কে পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন। তিনি ৪১ জনকে ৩ হাজার ৫০০ টাকা জরিমানা করেন।

বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, নভেম্বর ২০, ২০২০
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।