চট্টগ্রাম: মীরসরাইয়ে কাভার্ড ভ্যানের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
বুধবার (২৫ নভেম্বর) সকাল পৌনে ৯টার দিকে মিরসরাই সদরের একটি ফুটওভার ব্রিজের নিচে এই দুর্ঘটনা ঘটে।
জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) খন্দকার বাবুল ইসলাম বাংলানিউজকে জানান, কাভার্ড ভ্যানের ধাক্কায় ওই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। কাভার্ড ভ্যান ও মোটরসাইকেল দুটিই চট্টগ্রামমুখি ছিল। ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। মৃতের নাম জানা গেছে তবে ঠিকানা জানতে খোঁজখবর নিচ্ছে পুলিশ।
বাংলাদেশ সময়: ১১০০ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০২০
এমএম/এসি/টিসি