ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

খেলাধুলায় বিমুখ হওয়ার কারণ তথ্য প্রযুক্তি: আমিন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩১ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০২০
খেলাধুলায় বিমুখ হওয়ার কারণ তথ্য প্রযুক্তি: আমিন

চট্টগ্রাম: আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন বলেছেন, স্বাস্থ্যই সকল সুখের মূল। খেলাধুলার মাধ্যমে মানুষের শরীর ও মন ভালো থাকে।

তথ্য প্রযুক্তির যুগে শিশু-কিশোর ও যুবকরা দিন দিন খেলাধুলা বিমুখ হয়ে পড়েছে।  

শনিবার (২৪ অক্টোবর) সাতকানিয়া উপজেলার দক্ষিণ চরতি মজিদিয়া দাখিল মাদ্রাসা মাঠে চরতি ১ নম্বর ওয়ার্ড ও ৮ নম্বর ওয়ার্ডের মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথির বক্তব্যে আমিনুল ইসলাম এসব কথা বলেন।

চরতি ব্রাইট স্টার সোসাইটি কর্তৃক আয়োজিত আন্ত:চরতি ইউনিয়ন ফুটবল খেলায় ২-১ গোলে জয় পায় দ্বীপ চরতি (১ নম্বর ওয়ার্ড)।  

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কুতুবউদ্দিন চৌধুরী ও উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা মাস্টার আব্দুল মাবুদ। শিরোপা প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চরতি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আসহাব উদ্দিন চৌধুরী।

বাংলাদেশ সময়: ২০২৪ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০২০
জেইউ/এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad