ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

ড্রাইভিং কারের ধাক্কায় প্রাণ গেল সিএনজি অটোরিকশা যাত্রীর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৮ ঘণ্টা, অক্টোবর ২০, ২০২০
ড্রাইভিং কারের ধাক্কায় প্রাণ গেল সিএনজি অটোরিকশা যাত্রীর

চট্টগ্রাম: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলাকায় ড্রাইভিং কারের ধাক্কায় সিএনজি অটোরিকশা যাত্রী শামসুল হকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (১৯ অক্টোবর) দুপুরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রেলগেইট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শামসুল হকের বয়স ৫৫। তার বাড়ি হাটহাজারী উপজেলার ফতেপুর ইউনিয়নের বখতেয়ার ফকির বাড়িতে।

জানা গেছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শোভন দাস প্রাইভেট কারে ড্রাইভিং শিখছিলেন চবি ১ নম্বর সড়কে। একপর্যায়ে নিয়ন্ত্রণ হারিয়ে তার ড্রাইভিং কার উল্টো দিক থেকে আসা সিএনজি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে সিএনজি অটোরিকশা চালকসহ ৪ জন আহত হন।

এদের মধ্যে শামসুলের আঘাত গুরুতর হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়। পরে বিকেল ৫টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

চবি পুুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আব্দুর রহিম বাংলানিউজকে বলেন, দুপুরে রেলগেইট এলাকায় সিএনজি-প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে চার জন আহত হন। একজনকে চমেক হাসপাতালে পাঠানো হয়। পরে সন্ধ্যায় তিনি মারা গেছেন।

বাংলাদেশ সময়: ০৯৪৮ ঘণ্টা, অক্টোবর ২০, ২০২০
এমএম/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।