ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

সিএনজি অটোরিকশা-চোরাই মালসহ গ্রেফতার ৩

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০২০
সিএনজি অটোরিকশা-চোরাই মালসহ গ্রেফতার ৩ গ্রেফতার তিন চোর

চট্টগ্রাম: নগরের খুলশী এলাকায় অভিযান চালিয়ে তিন পেশাদার চোরকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের কাছ থেকে একটি সিএনজি অটোরিকশা ও বিভিন্ন চোরাই মাল, নগদ টাকা ও চুরি করার সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

 

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) পুলিশের পক্ষ থেকে তাদের গ্রেফতারের বিষয়টি জানানো হয়।  

গ্রেফতার তিন চোর হলো- মো. শরীফ (৩৮), মো. মিজান (৩৬) ও মো. আলাউদ্দিন (২৮)।

এদের মধ্যে শরীফের বাড়ি চাঁদপুর ও বাকি দুইজনের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া বলে জানা গেছে।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুুলিশের সহকারী কমিশনার (বায়েজিদ জোন) পরিত্রান তালুকদার বাংলানিউজকে বলেন, খুলশী থানাধীন উত্তর খুলশী ১ নম্বর রোডের একটি অফিসে গত ২২ সেপ্টেম্বর চুরির ঘটনা ঘটে। চোরেরা অফিসের গ্রিল কেটে ভেতরে ঢুকে আলমারিতে থাকা ৬ লাখ ২২ হাজার ৫৭৪ টাকাও নিয়ে যায়। এ চুরির ঘটনা তদন্তে গিয়ে তিন চোরকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে একটি সিএনজি অটোরিকশা ও বিভিন্ন চোরাই মাল, নগদ ৮৫ হাজার টাকা ও চুরি করার সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০২০
এসকে/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।