ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

স্কুলের সেবিকারাও শিক্ষার্থীদের অভিভাবক: নাছির

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০২০
স্কুলের সেবিকারাও শিক্ষার্থীদের অভিভাবক: নাছির

চট্টগ্রাম: নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও অঙ্কুর সোসাইটি উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি আ জ ম নাছির উদ্দীন বলেছেন, শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকদের পাশাপাশি  কর্মরত প্রত্যেক আয়া, সেবিকারাও শিক্ষার্থীদের স্কুলে থাকাকালীন যত্ন নেনঅ নানা সুবিধা অসুবিধা দেখাশোনা করেন। তারাও বলতে গেলে এক শ্রেণির অভিভাবক।

 

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) অঙ্কুর সোসাইটি বালিকা উচ্চ বিদ্যালয়ের সম্মেলন কক্ষে বিদ্যালয়ের সেবিকা সালেহা বেগমের বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  

নাছির বলেন, অঙ্কুর স্কুলে দীর্ঘ ৩৪ বছর ধরে সালেহা বেগম সেবিকার দায়িত্ব পালন করেছেন।

এই স্কুল ও শিক্ষার্থীদের সুনাম ও সমৃদ্ধির পেছনে তারও অবদান রয়েছে।  

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দীপ্তি সেনগুপ্তা, বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি আবদুল মান্নান ফেরদৌস, হিসাব রক্ষক ইমরান হোসেন জুয়েল, মো. মোস্তাকিম, সুমন চন্দ্র কর্মকারসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০২০
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।