ঢাকা, শনিবার, ২৭ বৈশাখ ১৪৩২, ১০ মে ২০২৫, ১২ জিলকদ ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

মুক্তিযোদ্ধা মোহাম্মদ মহসিন আর নেই

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৩৭, আগস্ট ২০, ২০২০
মুক্তিযোদ্ধা মোহাম্মদ মহসিন আর নেই ব্যবসায়ী মোহাম্মদ মহসিন

চট্টগ্রাম: বীর মুক্তিযোদ্ধা ও চট্টগ্রামের নিউ মার্কেটের (বিপণি বিতান) বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ মহসিন মারা গেছেন (ইন্নালিল্লাহি...রাজিউন)।

বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেলে নগরের একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি।

তার বয়স হয়েছিল ৬৭ বছর। তিনি স্ত্রী, তিন ছেলে ও এক মেয়ে রেখে যান।

বৃহস্পতিবার সন্ধ্যায় নগরের মাদারবাড়ী জামে মসজিদে এবং চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলার চরখাগরিয়ায় গ্রামের বড়িতে দুই দফা জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।  

তিনি চট্টগ্রাম নগরের সরকারি কলেজিয়েট স্কুলের অবসরপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক মরহুম মোহাম্মদ সৈয়দের মেজ ছেলে। মুক্তিযোদ্ধা মহসিন ফুসফুসের ক্যান্সারে ভুগছিলেন। তার মৃত্যুতে বিভিন্ন মহল শোক জানিয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, আগস্ট ২০, ২০২০
জেইউ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।