ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

ছয় শতাধিক মানুষের হাতে খাদ্যসামগ্রী বিতরণ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪৯ ঘণ্টা, আগস্ট ১৪, ২০২০
ছয় শতাধিক মানুষের হাতে খাদ্যসামগ্রী বিতরণ খাদ্য সামগ্রী বিতরণ করেন অ্যাডভোকেট রানা দাশগুপ্ত

চট্টগ্রাম: বৈশ্বিক মহামারী করোনার বিপর্যয়ে অসহায় অসচ্ছল মানুষের পাশে দাঁড়িয়েছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ।

শুক্রবার (১৪ আগস্ট) মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের উদ্যোগে চতুর্থ দফায় ৬ শতাধিক অসচ্ছল, নিম্ন-মধ্যবিত্ত-কর্মহীনদের খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

 

স্বাস্থ্যবিধি মেনে ঐক্য পরিষদ মহানগর সভাপতি প্রকৌশলী পরিমল কান্তি চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রানা দাশগুপ্ত।

তিনি বলেন, সারা দেশে ঐক্য পরিষদ নেতারা করোনা বিপর্যয়ের শুরু থেকে মানবতার কল্যাণে এগিয়ে এসেছেন।

এ পর্যন্ত চট্টগ্রাম মহানগর ঐক্য পরিষদ ৫ হাজার কর্মহীন অসচ্ছল নিম্ন মধ্যবিত্ত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করে অন্যন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। আশাকরি এ ধারা আগামীতেও অব্যাহত থাকবে।  

বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক তাপস হোড় ও চট্টগ্রাম জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্যামল কুমার পালিত। সঞ্চালনা করেন ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিতাই প্রসাদ ঘোষ।  

উপস্থিত ছিলেন সাবেক কাউন্সিলার নিলু নাগ, ঐক্য পরিষদ নেতা মতিলাল দেওয়ানজী, মিথুন বড়ুয়া, সুকান্ত দত্ত, বিপুল কান্তি দত্ত, বিশ্বজিৎ পালিত, অনুপ রক্ষিত, বিকাশ মজুমদার, রিমন মুহুরী, অ্যাডভোকেট রুবেল পাল, দিলীপ শীল, উজ্জ্বল চক্রবর্তী, রতন চৌধুরী, ডা. তপন দাশ, প্রণব রাজ বড়ুয়া, লিটন চৌধুরী, বাদল নাথ, সুভাষ বিশ্বাস, বিশ্বজিৎ মজুমদার জুয়েল, কৃষ্ণ আচার্য্য, রিপন সিং প্রমুখ।

বাংলাদেশ সময়: ২২৪৫ ঘণ্টা, আগস্ট ১৪, ২০২০
এআর/টিসি  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।