ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চমেক ছাত্রাবাসে ইন্টার্ন চিকিৎসক-ছাত্রদের মধ্যে হাতাহাতি 

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৬ ঘণ্টা, আগস্ট ১৩, ২০২০
চমেক ছাত্রাবাসে ইন্টার্ন চিকিৎসক-ছাত্রদের মধ্যে হাতাহাতি  চমেক হাসপাতাল ভবনের ফাইল ছবি

চট্টগ্রাম: চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ছাত্রাবাসে ইন্টার্ন চিকিৎসকদের সঙ্গে ছাত্রদের হাতাহাতির ঘটনা ঘটেছে।  

বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেলে চকবাজার থানাধীন চট্টেশ্বরী রোডের চমেক ছাত্রাবাসে এই ঘটনা ঘটে।

তবে এতে কেউ গুরুতর আহত হয়নি। পরে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
 

চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রুহুল আমীন বাংলানিউজকে বলেন, বিকেলে চমেকের বেশ কয়েকজন ছাত্র হলে উঠতে চাইলে ইন্টার্ন চিকিৎসকদের সঙ্গে হাতাহাতি হয়। এ ঘটনায় উভয়পক্ষ ছাত্রাবাসে মুখোমুখি অবস্থান নেয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে।

‌এসময় ইন্টার্ন চিকিৎসক ছাড়া কোনো ছাত্র ছাত্রাবাসে থাকতে পারবে না কর্তৃপক্ষের এমন সিদ্ধান্তে ছাত্ররা হল ত্যাগ করেন বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ২২০৪ ঘণ্টা, আগস্ট ১৩,২০২০
এমএম/এসকে/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad