ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

ড. ধর্মসেন মহাস্থবিরের অন্ত্যেষ্টিক্রিয়া উদযাপন কমিটি গঠন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৯ ঘণ্টা, আগস্ট ৬, ২০২০
ড. ধর্মসেন মহাস্থবিরের অন্ত্যেষ্টিক্রিয়া উদযাপন কমিটি গঠন সভাপতি অজিত রঞ্জন বড়ুয়া, সাধারণ সম্পাদক প্রণব বড়ুয়া অর্ণব।

চট্টগ্রাম: বাংলাদেশি বৌদ্ধদের সর্বোচ্চ ধর্মীয় গুরু, ত্রিপিটক সাহিত্য চক্রবর্তী, মিয়ানমার সরকার কর্তৃক অগ্গমহাসর্দ্ধমজ্যোতিকাধজ অভিধায় ভূষিত সদ্য প্রয়াত ঊনাইনপূরা লংকারামের অধ্যক্ষ, দ্বাদশ সংঘরাজ ড. ধর্মসেন মহাস্থবিরের জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়া উদযাপনে আংশিক কমিটি গঠন করা হয়েছে।
 
কমিটির কার্যকরি সভাপতি বাংলাদেশ বৌদ্ধ সমিতির চেয়ারম্যান অজিত রঞ্জন বড়ুয়া, সাধারণ সম্পাদক ঊনাইনপূরা সুহৃদ সম্মিলনীর সাধারণ সম্পাদক ও দৈনিক পূর্বকোণ’র সহসম্পাদক প্রণব বড়ুয়া অর্ণব, প্রধান সমন্বয়কারী পটিয়া উপজেলা আওয়ামী লীগ নেতা সবুজ বড়ুয়া সাজু, অভ্যর্থনা কমিটির চেয়ারম্যান রিসে কোসে কাই বাংলাদেশ এর সাবেক সভাপতি দেশপ্রিয় বড়ুয়া চৌধুরী, হিসাবরক্ষক ঊনাইনপূরা লঙ্কারামের উপাধ্যক্ষ শ্রীমৎ বোধিমিত্র মহাস্থবির এমএ, প্রচার ও প্রকাশনা বিভাগের প্রধান বৌদ্ধ যুব পরিষদ চট্টগ্রামের সাধারণ সম্পাদক সজীব বড়ুয়া ডায়মন্ড।


 
শ্রীমৎ বোধিমিত্র মহাস্থবিরের উপস্থিতিতে ঊনাইনপূরা সুহৃদ সম্মিলনীর উদ্যোগে ১ আগস্ট (শনিবার) ঊনাইনপূরা লঙ্কারামের জ্ঞানীশ্বর-ধর্মসেন মহাস্থবির মিলনায়তনে বাংলাদেশ বৌদ্ধ সমিতির চেয়ারম্যান অজিত রঞ্জন বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ কমিটি ঘোষণা করা হয়।

বাংলাদেশ সময়: ০৯৪২ ঘণ্টা, আগস্ট ০৬, ২০২০
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।