ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

১৫০০ টন ক্লিংকার নিয়ে ডুবলো ‘এমভি তাসনেহা-৫’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪২ ঘণ্টা, জুলাই ৩০, ২০২০
১৫০০ টন ক্লিংকার নিয়ে ডুবলো ‘এমভি তাসনেহা-৫’ ফাইল ছবি

চট্টগ্রাম: দেড় হাজার টন সিমেন্ট শিল্পের কাঁচামাল (ক্লিংকার) নিয়ে হাতিয়া চ্যানেলে ডুবে গেছে ‘এমভি তাসনেহা-৫’।

বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল সাড়ে আটটার দিকে হাতিয়া বয়ার চরের কাছাকাছি ‘এমভি নীলগিরি’ নামের আরেকটি লাইটারের সঙ্গে সংঘর্ঘ হলে ‘এমভি তাসনেহা-৫’ জাহাজের ডানপাশের পেছনে ফেটে যায়।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) উপপরিচালক মো. সেলিম বাংলানিউজকে জানান, ‘আলোর মিছিল’ পার হওয়ার সময় দুর্ঘটনার শিকার জাহাজে পানি ঢুকতে দেখে মাস্টার ডানের চরার দিকে নিয়ে যাওয়ার সময় ‘এমভি তাসনেহা-৫’ ডুবে যায়। জাহাজের সব নাবিক নিরাপদে উদ্ধার হয়েছেন।

চ্যানেল থেকে জাহাজটির অবস্থান হাফ নটিক্যাল মাইল দূরে। তাই জাহাজ চলাচলে সমস্যা হচ্ছে না। এখন ভাটার সময় জাহাজটির ব্রিজ এবং জোয়ারের সময় মাস্তুল দেখা যাচ্ছে।

তিনি জানান, ডুবে যাওয়া জাহাজটি মেরিন শিপিং লাইনের। চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে অবস্থানরত বড় জাহাজ থেকে ক্লিংকার বোঝাই করে রাত ১২টার দিকে নারায়ণগঞ্জের কাঁচপুরের উদ্দেশ্যে যাত্রা করেছিলো।

বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, জুলাই ৩০, ২০২০
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।