ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

কাস্টম হাউসে বিল অব এক্সপোর্ট দাখিলে দুর্ভোগ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৬ ঘণ্টা, জুলাই ১০, ২০২০
 কাস্টম হাউসে বিল অব এক্সপোর্ট দাখিলে দুর্ভোগ চট্টগ্রাম কাস্টম হাউস ভবন। ছবি: বাংলানিউজ

চট্টগ্রাম: দেশের সবচেয়ে বড় রাজস্ব আদায়কারী প্রতিষ্ঠান চট্টগ্রাম কাস্টম হাউসে বিল অব এক্সপোর্ট দাখিলে দুর্ভোগে পড়েছেন সংশ্লিষ্টরা।

বিজিএমইএ ও সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন সূত্রে জানা গেছে, বাংলাদেশ ব্যাংক থেকে রফতানির ডাটা জাতীয় রাজস্ব বোর্ডের অ্যাসাইকুডা ওয়ার্ল্ড সিস্টেমে না আসায় বৃহস্পতিবার (০৯ জুলাই) বিকেল থেকে বিল অব এক্সপোর্ট দাখিল করা যাচ্ছে না।

সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক কাজী মাহমুদ ইমাম বিলুর কাছে জানতে চাইলে তিনি বাংলানিউজকে বলেন, বৃহস্পতিবার বিকেল থেকে বাংলাদেশ ব্যাংকের ডাটা না আসায় রফতানির চালানের পেপার ওয়ার্কে সমস্যা হচ্ছে।

বাংলাদেশ ব্যাংক শুক্রবার (১০ জুলাই) সকালে আগের দিনের চালানগুলোর কিছু ডাটা ম্যানুয়ালি সরবরাহ করেছে।

কাস্টম হাউসের কমিশনার মো. ফখরুল আলম বাংলানিউজকে বলেন, বাংলাদেশ ব্যাংকের রফতানির ডাটা অ্যাসাইকুডা ওয়ার্ল্ড সিস্টেমে স্বয়ংক্রিয়ভাবে চলে আসে।

বৃহস্পতিবার বিকেল থেকে এটা না আসায় নিরবচ্ছিন্ন সেবায় বিঘ্ন ঘটে।

তিনি বলেন, খবর পেয়ে বাংলাদেশ ব্যাংকের একটি টিম কাজ শুরু করেছে। আশা করছি দ্রুততম সময়ের মধ্যে সমাধান হয়ে যাবে।  

বাংলাদেশ সময়: ১২২৫ ঘণ্টা, জুলাই ১০, ২০২০
এআর/এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।