ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

সীতাকুণ্ডে খাদ্যসামগ্রী বিতরণ করছেন দিদারুল আলম

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৩ ঘণ্টা, মার্চ ৩০, ২০২০
সীতাকুণ্ডে খাদ্যসামগ্রী বিতরণ করছেন দিদারুল আলম সীতাকুণ্ডের নিম্নআয়ের মানুষদের  হাতে খাদ্যসামগ্রী তুলে দেন সংসদ সদস্য দিদারুল আলম

চট্টগ্রাম: বিশ্বজুড়ে নতুন মহামারী করোনাভাইরাস প্রতিরোধে সামাজিক দূরত্ব নিশ্চিতকরণ কর্মসূচির কারণে সীতাকুণ্ডের নিম্নআয়ের মানুষদের  নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রী ও মাস্ক বিতরণ করছেন সংসদ সদস্য দিদারুল আলম।

এ সময় তিনি করোনাভাইরাস থেকে মুক্তির জন্য সবাইকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ মেনে ঘরে থাকার পরামর্শ দেন।

সংসদ সদস্যের বিতরণ করা নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, তেল, পেঁয়াজ, চিনি, চা, দুধ, আলু ইত্যাদি।

দিদারুল আলম করোনাভাইরাসের কারণে অসহায়, দুস্থ, নিম্নআয়ের পরিবারের পাশে দাঁড়ানোর জন্য সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ২১২২ ঘণ্টা, মার্চ ৩০, ২০২০
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।