ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চসিকের ২১ ওয়ার্ডে ব্যালটে ভোট চায় ইসলামী ফ্রন্ট

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০২০
চসিকের ২১ ওয়ার্ডে ব্যালটে ভোট চায় ইসলামী ফ্রন্ট বাংলাদেশ ইসলামী ফ্রন্টের সংবাদ সম্মেলন

চট্টগ্রাম: আগামী ২৯ মার্চ অনুষ্ঠেয় চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) নির্বাচনে ২০ ওয়ার্ডে ইভিএমে এবং ২১ ওয়ার্ডে গোপন ব্যালটে ভোট গ্রহণের দাবি জানিয়েছেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে এ সংগঠনটি এ দাবি জানান সংগঠনের কেন্দ্রীয় চেয়ারম্যান আল্লামা এমএ মান্নান।

তিনি চসিক নির্বাচনে ইসলামী ফ্রন্টের প্রার্থী হিসেবে সংগঠনের মহাসচিব আল্লামা এমএ মতিনের নাম ঘোষণা করেন।

মোমবাতি প্রতীকে নির্বাচন করবেন এ প্রার্থী।  

প্রার্থী এমএ মতিন বলেন, নির্বাচন কমিশনকে শ্রদ্ধা জানিয়ে চসিক নির্বাচনে আমরা অংশ নিতে যাচ্ছি।

ইতিমধ্যে বিভিন্ন জাতীয় ও স্থানীয় নির্বাচনে জনগণের ভোটাধিকার প্রয়োগে বাধা এবং সহিংসতার কারণে জনগণের মধ্যে নির্বাচন নিয়ে একধরনের হতাশা বিরাজ করছে।

আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে যাতে জনগণ নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন সে লক্ষ্যে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ সৃষ্টির জন্য কমিশনের প্রতি অনুরোধ জানান।

মেয়র প্রার্থী এমএ মতিন ১৯৮০ সালে বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার প্রতিষ্ঠাতাদের অন্যতম। তিনি ছাত্রসেনার কেন্দ্রীয় সভাপতির দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মহাসচিবের দায়িত্ব আছেন। এছাড়াও দেশের ক্রান্তিলগ্নে বিশেষত জঙ্গিবাদ বিরোধী আন্দোলন সংগ্রামে তিনি বলিষ্ঠ ভূমিকা রেখেছেন। তার নেতৃত্বে ২০১৩ সালে চট্টগ্রামের ঐতিহাসিক লালদীঘি মাঠে জঙ্গিবাদবিরোধী মহাসমাবেশ অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অধ্যক্ষ আহমদ হোছাইন আল কাদেরী, মাওলানা ছাদেকুর রহমান হাশেমী, সাহাবুদ্দীন চৌধুরী, স উ ম আব্দুস সামাদ, অধ্যাপক জালাল উদ্দীন আযহারী, রেজাউল করিম তালুকদার, ইঞ্জিনিয়ার নুর হোসাইন, মাস্টার আবুল হোসাইন, সৈয়দ মুহাম্মদ আবু আজম, ওবাইদুল মুস্তফা কদমরসুলী, নূরুল ইসলাম জিহাদী, নাসির উদ্দীন মাহমুদ, মাওলানা আশরাফ হোসাইন, মাওলানা গিয়াস উদ্দিন নিজামী, মো. আলী হোসাইন, মো. ফজলুল করিম তালুকদার, মো. এরশাদ খতিবী, এডিএম আরেছুর রহমান, মাওলানা সোহাইল উদ্দিন আনসারী, খোদ্দামুল মোসলেমিন নেতা মো. নাসির উদ্দিন সিকদার, মুহাম্মদ জয়নাল আবেদীন, অধ্যাক্ষ ডিআইএম জাহাঙ্গীর আলম, মো. দস্তগীর আলম, কাজী মাওলানা মহিউদ্দিন, মো. সাইফুর ইসলাম নিজামী, মুহাম্মদ ফোরকানুল আলম চৌধুরী, ছাত্রনেতা মাছুমুর রশিদ কাদেরী, মো. গোলাম মোস্তফা, রেজাউল করিম ইয়াছিন, মুহাম্মদ এরশাদুল করিম, আসহাব উদ্দিন মুরাদ, মুহাম্মদ জুননরাইন খোকন, কাজী মুহাম্মদ আরাফাত, মুহাম্মদ নুর রায়হান চৌধুরী, মুহাম্মদ ওসমান গণি, মুহাম্মদ নাছির উদ্দিন রুবেল প্রমুখ।  

এবার মেয়র পদে এম রেজাউল করিম চৌধুরী আওয়ামী লীগের এবং সোলায়মান আলম শেঠ জাতীয় পার্টির সমর্থন পেয়েছেন। বিএনপি এখনো কাউকে সমর্থন দেয়নি।  

বাংলাদেশ সময়: ২২০৪ ঘণ্টা,  ফেব্রুয়ারি ২০, ২০২০
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।