ঢাকা, সোমবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ২০ মে ২০২৪, ১১ জিলকদ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

ইপিজেড এলাকায় ডিবি পুলিশের অভিযান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬২০ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০২০
ইপিজেড এলাকায় ডিবি পুলিশের অভিযান

চট্টগ্রাম: নগরের ইপিজেড এলাকার চৌধুরী মার্কেটে একটি প্রতিষ্ঠানে অভিযান চালাচ্ছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। 

মঙ্গলবার (১৪ জানুয়ারি) বিকেল থেকে ইপিজেড থানা পুলিশের সহায়তায় রূপসা মাল্টিপারপাস প্রতিষ্ঠানে এ অভিযান শুরু করে ডিবি। মঙ্গলবার রাত ১২টা পর্যন্ত অভিযান অব্যাহত ছিল।

 

অভিযানের সময় ওই প্রতিষ্ঠানে ৮ কোটি টাকার অধিক নগদ টাকা পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ সূত্র।  

ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোহাম্মদ নুরুল হুদা বাংলানিউজকে বলেন, গ্রাহকের অভিযোগের প্রেক্ষিতে ডিএমপির ডিবি রূপসা মাল্টিপারপাসে অভিযান পরিচালনা করছে।

সেখানে বিপুল নগদ টাকার সন্ধান পাওয়া গেছে। কাগজপত্র যাচাই-বাছাই করছে ডিবি।  

এদিকে অভিযান শুরুর পর মাল্টিপারপাস প্রতিষ্ঠানের বাইরে জড়ো হয়েছেন কয়েকশ গ্রাহক। ওই প্রতিষ্ঠানে নিজেদের টাকা রয়েছে দাবি করে সে টাকা ফেরত চান তারা।

বাংলাদেশ সময়: ০১১৫ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০২০
এসকে/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।