ঢাকা, শুক্রবার, ১৬ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

নৌকার বিজয়ের জন্য ঘরে ঘরে যাবো: মেয়র নাছির

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০৫ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৯
নৌকার বিজয়ের জন্য ঘরে ঘরে যাবো: মেয়র নাছির মোছলেম উদ্দিন আহমদকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান মেয়র আ জ ম নাছির উদ্দীন

চট্টগ্রাম: বোয়ালখালী-চান্দগাঁও সংসদীয় আসনের (চট্টগ্রাম-৮) উপ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমদের বিজয়ের জন্য ঘরে ঘরে গিয়ে নৌকার ভোট নিশ্চিত করবেন বলে জানিয়েছেন মেয়র আ জ ম নাছির উদ্দীন।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) চট্টগ্রাম সিটি করপোরেশনে মেয়রের সঙ্গে মোছলেম উদ্দিন আহমেদ সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ আশ্বাস দেন।

মেয়র বলেন, আমি বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি জননেত্রী শেখ হাসিনার একজন কর্মী।

একজন কর্মী হিসেবে নেত্রীর নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করে যাব। এতে আমার কোনো কার্পণ্যতা থাকবে না।

মনোনয়ন নিয়ে মোছলেম উদ্দিন আহমদ  সিটি করপোরেশন কার্যালয়ে এলে মেয়র ফুলেল শুভেচ্ছা জানান।

মোছলেম উদ্দিন আহমদ বলেন, স্থানীয় সরকার কাঠামো শক্তিশালী করার লক্ষ্যে  জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়ন করতে আমরা বদ্ধপরিকর। এজন্য সবার দোয়া চাই।

তিনি বলেন, ইনশাআল্লাহ এ নির্বাচনে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বিজয়ী হবে।

এ সময় চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সহ সভাপতি খোরশেদ আলম সুজন, সাংগঠনিক সম্পাদক সফিক আদনান, প্রচার সম্পাদক সফিকুল ইসলাম ফারুক, তথ্য ও গবেষণা সম্পাদক চন্দন ধর, বন ও পরিবেশ সম্পাদক মশিউর রহমান চৌধুরী, সাংস্কৃতিক সম্পাদক আবু তাহের, দক্ষিণ জেলা আওয়ামী লীগের শ্রম সম্পাদক খোরশেদ আলম, নগর আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ ইয়াকুব, মোহাম্মদ জাবেদ, চান্দগাঁও থানা আওয়ামী লীগের আহ্বায়ক নুরুল ইসলাম, পাঁচলাইশ ওয়ার্ডের সভাপতি মো. জামাল উদ্দিন, সাধারণ সম্পাদক আবদুল শুক্কুর ফারুকী, কাউন্সিলর কফিল উদ্দিন খান,  চান্দগাঁও ওয়ার্ডের আহ্বায়ক নুর মোহাম্মদ নুরু, যুগ্ম আহ্বায়ক চট্টগ্রাম আইনজীবী সমিতির সেক্রেটারি আইয়ুব খান, যুগ্ম আহ্বায়ক নিজাম উদ্দিন নিজু, যুগ্ম আহ্বায়ক  সাইফুদ্দিন, কাউন্সিলর সাইফুদ্দিন খালেদ সাইফু, মোহরা ওয়ার্ডের আহ্বায়ক মো. রফিকুল আলম, যুগ্ম আহ্বায়ক নাজিম উদ্দিন চৌধুরী, জসিম উদ্দিন, খালেদ হায়াত খান মাসুদ,  পূর্ব ষোলশহর ওয়ার্ডের সভাপতি শামসুল আলম, সাধারণ সম্পাদক কাউন্সিলর আশরাফুল আলম, পশ্চিম ষোলশহর ওয়ার্ডের সভাপতি কাজী রাশেদ আলী জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক আবদুর রহিম, ওয়ার্ড কাউন্সিলর  মোবারক আলী, সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর জেসমিন পারভিন জেসি, ৪৩ নম্বর ওয়ার্ডের সভাপতি দলিলুর রহমান, সাধারণ সম্পাদক আবুল মালেক প্রমুখ।

বোয়ালখালী, চান্দগাঁও, পাঁচলাইশ, বায়েজিদ আংশিক এলাকা নিয়ে গঠিত চট্টগ্রাম-৮ সংসদীয় আসন। এ আসনের মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৭৫ হাজার ৯৯৬। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৪১ হাজার ৯২২, মহিলা ভোটার ২ লাখ ৩৪ হাজার ৭৪। উপ নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ১২ ডিসেম্বর। বাছাই ১৫ ডিসেম্বর এবং প্রার্থিতা প্রত্যাহার ২২ ডিসেম্বর।

বাংলাদেশ সময়: ১৭৫৮ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৯
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।