ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

জয়নাল আবেদীন উচ্চ বিদ্যালয়ে হবে হোস্টেল, বিজ্ঞানাগার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২২১ ঘণ্টা, জুলাই ৫, ২০১৯
জয়নাল আবেদীন উচ্চ বিদ্যালয়ে হবে হোস্টেল, বিজ্ঞানাগার বক্তব্য দেন প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নাল আবেদীন

চট্টগ্রাম: বীর বিক্রম জয়নাল আবেদীন উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য হোস্টেল ও বিজ্ঞানাগার তৈরি করে দেওয়ার ঘোষণা দিয়েছেন বিদ্যালয়টির প্রতিষ্ঠাতা ও প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নাল আবেদীন।

বৃহস্পতিবার (০৪ জুলাই) লোহাগাড়ার পানত্রিশা এলাকায় বিদ্যালয়ের তিন বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ ঘোষণা দেন।

মিয়া মোহাম্মদ জয়নাল আবেদীন বলেন, প্রত্যন্ত এ অঞ্চল শিক্ষায় পিছিয়ে ছিল।

এ বিদ্যালয়ের মাধ্যমে এ এলাকায় শিক্ষায় আলো ছড়াচ্ছে। চুনতি এলাকার ব্যাপক উন্নয়ন হয়েছে।
সবকিছু প্রধানমন্ত্রীর কল্যাণে।

অনুষ্ঠান শুরুর আগে বিদ্যালয় ঘুরে দেখেন এবং শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন মিয়া মোহাম্মদ জয়নাল আবেদীন।

বক্তৃতায় তিনি বিদ্যালয়ে আরও একটি ভবন তৈরি করে দেওয়ার ঘোষণা দেন। সেখানে একটি হোস্টেল ও শিক্ষার্থীদের জন্য বিজ্ঞানাগার তৈরি করার ঘোষণা দেন। শিক্ষার্থীদের জন্য একটি স্কুল বাস দেওয়ার ঘোষণাও দেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি এমএ মোতালেব, লোহাগাড়া উপজেলা চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুল, লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌছিফ আহমেদ, আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক উপ-কমিটির সদস্য মামুন চৌধুরী।

অনুষ্ঠানে জেলা পরিষদের সদস্য আনোয়ার কামাল ও শাহিদা আক্তার জাহান, চুনতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আক্কাস আলী প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২২১৬ ঘণ্টা, জুলাই ০৪, ২০১৯
এসকে/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।