ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

প্রকৃত শিক্ষা ছাত্র-ছাত্রীদের মনে আত্মবিশ্বাস বাড়ায়

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২১২ ঘণ্টা, জুলাই ৫, ২০১৯
প্রকৃত শিক্ষা ছাত্র-ছাত্রীদের মনে আত্মবিশ্বাস বাড়ায়

চট্টগ্রাম: প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির উপ-দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া বলেছেন, যথাযথ পাঠদান শিক্ষা প্রতিষ্ঠানের গুণগত মান বৃদ্ধি করে। মনে রাখতে হবে, প্রকৃত শিক্ষা অর্জন নিজের মধ্যে আত্মবিশ্বাসের জন্ম দেয়। 

তিনি বলেন, শিক্ষা সুযোগ নয়, অধিকার। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণকে এ সুযোগ থেকে বঞ্চিত না করে চলতি অর্থবছরের বাজেটে শিক্ষাখাতে ১৭ ভাগ বরাদ্ধ রেখেছেন।

এক সময় শুনতাম বাংলাদেশ কোনদিন উন্নত হবে না। সে ধারণা এখন মিথ্যায় পরিণত হয়েছে।
এখন উন্নয়ন দেখে বাংলাদেশ নিয়ে বিদেশে গবেষণা হয়।

বৃহস্পতিবার (৪ জুলাই) বিকেলে সাতকানিয়া সদর ইউনিয়নের চিব্বাড়ি এম এ মোতালেব কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।  

বাংলাদেশ বিশ্বে এখন রোল মডেল- জাতিসংঘ মহাসচিবের এমন তথ্য তুলে ধরে বিপ্লব বড়ুয়া বলেন, মূল্যবোধ হৃদয়ে ধারণ করে শিক্ষা প্রতিষ্ঠান, পরিবেশ ও প্রকৃতি থেকে শিক্ষা গ্রহণ করে দেশ প্রেমে উদ্বুদ্ধ হতে হবে।  

প্রধানমন্ত্রীর এ বিশেষ সহকারী বলেন, এখন প্রযুক্তির যুগ। প্রযুক্তির উপরই নির্ভর করতে হবে- বর্তমান ও ভবিষ্যত প্রজন্মকে। সেজন্য ইন্টারনেট স্কিল বাড়াতে হবে। প্রযুক্তির মাধ্যমেই নিজের জীবন পরিবর্তন করতে হবে। তবে কিছু অসৎ ব্যক্তি প্রযুক্তিকে খারাপ কাজে ব্যবহার করে বিশ্বকে অস্থির করে তুলছে। তাই নবীন শিক্ষার্থীদের উচিত প্রযুক্তিগত শিক্ষা গ্রহণের মাধ্যমে নিজেকে যোগ্য করে তুলে বিশ্বের কাছে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করা।
 
কলেজ গভর্নিং বডির সভাপতি ও কলেজের প্রতিষ্ঠাতা এম এ মোতালেবের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর জাহেদুল হক, সাতকানিয়া সরকারি কলেজের অধ্যক্ষ কৃষ্ণ চন্দ্র দাশ ও লোহাগাড়া মোস্তাফিজুর রহমান বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ ফজলুল হক।

কলেজ প্রভাষক লিটন কান্তি সুশীল ও প্রভাষক আবু জাফর মো. শোয়াইবের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কুতুব উদ্দীন চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি মাস্টার ফরিদুল আলম, সহ-সভাপতি মোজাম্মেল হক, সাতকানিয়া পৌরসভার মেয়র মো. জোবায়ের, উপজেলা আওয়ামী লীগ নেতা জাফর আলম, মো. শাহজাহান, মো. সেলিম উদ্দীন,  নজরুল শিকদার, চেয়ারম্যান তাপস দত্ত, সিকদার, রূপকুমার নন্দী খোকন, আবুল কালাম, মাওলানা মাহমুদুল হক, আবদুল করিম, চেয়ারম্যান রমজান আলী, চেয়ারম্যান জহির উদ্দীন, কিষোয়ান গ্রুপের পরিচালক ওয়াহিদুল ইসলাম, রাখাল সাহা, আমানুল আলম, নবাগত শিক্ষার্থী মিনহাজ উদ্দীন ও ফারহানা আক্তার প্রমুখ।

বাংলাদেশ সময়: ২২০০ ঘণ্টা, জুলাই ০৪, ২০১৯
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।