ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

লোহাগাড়া মাতৃসদন হাসপাতালের নির্মাণ কাজ শুরু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১৩ ঘণ্টা, জুলাই ৫, ২০১৯
লোহাগাড়া মাতৃসদন হাসপাতালের নির্মাণ কাজ শুরু লোহাগাড়া মাতৃসদন হাসপাতালের ভবন নির্মাণের কাজ শুরু হয়েছে।

চট্টগ্রাম: লোহাগাড়া মাতৃসদন হাসপাতালের ভবন নির্মাণের কাজ শুরু হয়েছে। স্বাস্থ্য প্রকৌশলী অধিদফরের অধীনে হাসপাতালটি নির্মাণে ব্যয় ধরা হয়েছে সাড়ে ৫ কোটি টাকা।

বৃহস্পতিবার (৪ জুলাই) দুপুরে হাসপাতালের নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবেদীন।

উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, স্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল এমএ মোহী, লোহাগাড়া উপজেলা চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌছিফ আহমেদ, আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক উপ-কমিটির সদস্য মামুন চৌধুরী প্রমুখ।

স্বাস্থ্য প্রকৌশল অধিদফতর চট্টগ্রামের নির্বাহী প্রকৌশলী মো. ফারুক আহমেদ বাংলানিউকে বলেন, হাসপাতালটির নির্মাণ কাজে ২০২০ সালের মধ্যে শেষ হবে। হাসপাতালটিতে একটি তিন তলা ভবন থাকবে, শয্যা ১০টি।

পাশাপাশি বহিবির্ভাগের জন্য আলাদা ব্লক থাকবে।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. আজিজুর রহমান সিদ্দিকী বাংলানিউজকে বলেন, জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সরকার প্রতিনিয়ত নতুন চিকিৎসাকেন্দ্র নির্মাণ করছে।

‘মাতৃসদনে পরিবার পরিকল্পনা, প্রজনন, কিশোরীদের স্বাস্থ্যসেবা, পুষ্টিসেবা, সংক্রামক ও অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ, সাধারণ রোগের চিকিৎসাসহ স্বল্প টাকায় নরমাল ডেলিভারির সুযোগ থাকবে। ’

উল্লেখ্য, প্রজনন স্বাস্থ্যসেবার মান উন্নয়নের লক্ষে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় সারাদেশে মাতৃসদন হাসপাতাল নির্মাণ করছে। এসব চিকিৎসা কেন্দ্রে প্রজনন স্বাস্থ্যসেবা ছাড়াও শিশুদের চিকিৎসা দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, জুলাই ৪, ২০১৯
এসইউ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।