ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

লালখানবাজারে সংঘর্ষের ঘটনায় কারাগারে ২৭ আসামি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪৯ ঘণ্টা, জুলাই ৫, ২০১৯
লালখানবাজারে সংঘর্ষের ঘটনায় কারাগারে ২৭ আসামি

চট্টগ্রাম: নগরের লালখানবাজার এলাকায় সংঘর্ষের ঘটনায় দায়ের হওয়া মামলায় ২৭ জনকে কারাগারে পাঠোনোর আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (০৪ জুলাই) মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু সালেম মোহাম্মদ নোমানের আদালত এ আদেশ দেন।

কারাগারে পাঠানোর আদেশপ্রাপ্ত ২৭ আসামি হল- আরিফুল হানিফ, মো. তৈয়ব, মো. কাদের, ডিস সালাহউদ্দিন, তাহের, মো. শামীম, সবুজ মিয়াজী, মো. শাহীন, মো. সুমন, মো. শাহজাহান, মো. আমজাদ হোসেন, মো. আলী, শওকত হোসেন, মহিন, মোক্তার হোসেন, মো. কাউছার, মো. হোসেন সেলিম, শরিফ, মাসুদ রানা, ইব্রাহিম, দ্বীন ইসলাম, তাজউদ্দিন, মো. শরিফ, মো. সুরুজ, মঙ্গল, আলমগীর ও শওকত।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সিনিয়র সহকারী কমিশনার (প্রসিকিউশন) কাজী শাহাবুদ্দিন আহমেদ বাংলানিউজকে বলেন, ‘সংঘর্ষের ঘটনায় দায়ের হওয়া মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে আদালত ২৭ জন আসামিকে জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। ’

গত শুক্রবার (২৮ জুন) রাতে ও শনিবার (২৯ জুন) বিকেলে দুই দফায় সংঘর্ষে জড়ায় লালখান বাজার ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দিদারুল আলম মাসুম ও স্থানীয় স্বেচ্ছাসেবক লীগ নেতা আবুল হাসনাত মোহাম্মদ বেলালের অনুসারীরা।

পরে সংঘর্ষের ঘটনার জন্য উভয় নেতা একে অপরকে দায়ী করেন।

বাংলাদেশ সময়: ২০৩৮ ঘণ্টা, জুলাই ০৪, ২০১৯
এসকে/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।