ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

ইফতারের টাকা বাঁচিয়ে সুবিধাবঞ্চিত ৩৬ শিশুকে নতুন জামা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০৭ ঘণ্টা, মে ২৫, ২০১৯
ইফতারের টাকা বাঁচিয়ে সুবিধাবঞ্চিত ৩৬ শিশুকে নতুন জামা নতুন জামা পেয়ে আনন্দে উদ্ভাসিত হন এসব অসহায় শিশু

চট্টগ্রাম: মো. রাকিব, সাজ্জাদ, মিরাজ ও আকবর। থাকে নগরের বহদ্দারহাট এক কিলোমিটার আবু বকর ছিদ্দিক এতিমখানায়। ঈদ ঘনিয়ে আসাতে তাদের মনে কষ্ট বাড়ছিল। এবার কী তাহলে নতুন জামা জুটবে না?

তবে তাদের কষ্ট না বাড়িয়ে এতিমখানার ১৮ জনসহ নগরের ৩৬ জন অসহায় ছিন্নমূল ও পথশিশুকে নতুন জামা দিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের একদল শিক্ষার্থী।

শুক্রবার (২৪ মে) বিকেলে ইফতার পার্টির টাকা বাঁচিয়ে কেনা নতুন জামাগুলো এসব শিশুর হাতে তুলে দেন তারা।

ঈদের নতুন জামা পেয়ে আনন্দে উদ্ভাসিত হন এসব অসহায় শিশু। এ সময় নতুন জামার গন্ধ পেয়ে হাসি উল্লাস মেতে উঠেন তারা।

আবু বকর ছিদ্দিক এতিমখানায় প্রতিষ্ঠাতা মবিনুল হক বাংলানিউজকে বলেন, ১৮ জন শিশুকে নতুন জামা দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী।

‘এসব শিশুর অনেকের বাবা-মা নেই। অনেকের থাকলেও অসহায়। নতুন জামা কেনার সামর্থ্য নেই তাদের। তাই ঈদের নতুন জামা পেয়ে এসব শিশু খুবই খুশি। ’

আয়োজনের সমন্বয়ক মোহাম্মদ নকীব বাংলানিউজকে বলেন, সহপাঠী ও জুনিয়ররা ইফতার পার্টি আয়োজনের জন্য বলছিল। আমি তাদেরকে এ ধারণা দিই। এতে সবাই রাজী হওয়াতে আয়োজনটা সফলভাবে সম্পন্ন হলো।

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, মে ২৪, ২০১৯
এসইউ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।