ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

হালদায় নৌকা ধ্বংস, জাল জব্দ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১৪ ঘণ্টা, মে ২২, ২০১৯
হালদায় নৌকা ধ্বংস, জাল জব্দ অভিযানে নেতৃত্ব দেন মো. রুহুল আমিন

চট্টগ্রাম: দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হালদায় অভিযান চালিয়ে ৩ হাজার মিটার জাল জব্দ এবং ২টি ইঞ্জিনচালিত নৌকা ধ্বংস করেছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (২১ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রুহুল আমিন।

অভিযানে নেতৃত্ব দেন মো. রুহুল আমিন

মো. রুহুল আমিন বাংলানিউজকে জানান, হালদায় এখন মা মাছ ডিম ছাড়ার মৌসুম।

মা মাছ রক্ষায় নিয়মিত অভিযানের অংশ হিসেবে মঙ্গলবারও অভিযান চালানো হয়। এ সময় ৩ হাজার মিটার জাল এবং বালু উত্তোলনের কাজে ব্যবহৃত ২টি ইঞ্জিনচালিত নৌকা জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়।

তিনি বলেন, হালদা আমাদের জাতীয় সম্পদ। দখল-দূষণ থেকে হালদাকে রক্ষা করা, হালদায় মা মাছ ডিম ছাড়ার উপযুক্ত পরিবেশ নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব। সবার সহযোগিতা ছাড়া হালদার প্রাকৃতিক পরিবেশ ধরে রাখা কঠিন।

বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, মে ২১, ২০১৯
এমআর/টিসি  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।