ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

নওফেল সেজে প্রতারণা, যুবক গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৯ ঘণ্টা, মে ২১, ২০১৯
নওফেল সেজে প্রতারণা, যুবক গ্রেফতার গ্রেফতার ওসমান। ছবি: বাংলানিউজ

চট্টগ্রাম: শিক্ষা উপমন্ত্রী ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল সেজে প্রতারণার অভিযোগে মো. ওসমান (২৬) নামে এক প্রতারককে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (২১ মে) ভোররাতে ডবলমুরিং থানার ঝর্ণাপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।  

ওসমান খাগড়াছড়ি জেলার মানিকছড়ি এলাকার আবদুল ওয়াদুদের ছেলে।

 

ওসমান এক ছাত্রলীগ নেত্রীর সঙ্গে প্রতারণা করে টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করে। এছাড়া আওয়ামী লীগ নেতা মাহবুবুল হক এটলির সঙ্গেও প্রতারণার চেষ্টা করেছে ওসমান।

মঙ্গলবার (২১ মে) ওসমানকে গ্রেফতারের বিষয়টি জানান চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (দক্ষিণ) শাহ মুহাম্মদ আবদুর রউফ।  

সিএমপির সিনিয়র সহকারী কমিশনার (কোতোয়ালী জোন) নোবেল চাকমা জানান, ওসমানকে গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে জানিয়েছে- সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মো. ইরফান নামে ফেসবুকে আইডি খুলে ও বিভিন্ন মোবাইল নম্বর ব্যবহার করে প্রতারণা করে আসছিল ওই ব্যক্তি।

বাংলাদেশ সময়: ১৫০৫ ঘণ্টা, মে ২১, ২০১৯
এসকে/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।