ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে বাংলাদেশ প্রতিদিনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫৭ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৯
চট্টগ্রামে বাংলাদেশ প্রতিদিনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বাংলাদেশ প্রতিদিনের প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন।

চট্টগ্রাম: দেশ ও জনগণের উন্নয়ণে অগ্রণী ভূমিকা পালন করছে বাংলাদেশ প্রতিদিন। মুক্তিযুদ্ধের স্বপক্ষের অবস্থান এবং নিরপক্ষ ভূমিকার কারণে দেশের শীর্ষ স্থান ধরে রাখছে পত্রিকাটি। 

শুক্রবার (২৫ মার্চ) বাংলাদেশ প্রতিদিনের দশম বর্ষে পদার্পণ অনুষ্ঠানে এ কথা বলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন।  

বিকেলে বাংলাদেশ প্রতিদিন চট্টগ্রাম ব্যুরোতে কেক কাটা অনুষ্ঠানে উপস্থিত হয়ে শুভেচ্ছা জানান বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

নিউজিল্যান্ডে সন্ত্রাসী হামলার গভীর উদ্বেগ জানিয়ে মেয়র বলেছেন, বাংলাদেশে নিরাপত্তা ব্যবস্থা অনেক ভালো। বাংলাদেশের জনসংখ্যার ঘনত্ব ও রাজনৈতিক পরিবেশসহ সামগ্রিক বিবেচনায় অনেক ভালোই নিরাপত্তা নিশ্চিত রেখেছে প্রশাসন।

যুদ্ধ বিগ্রহে শান্তি স্থাপন ও জঙ্গি-সন্ত্রাসবিরোধী বাংলাদেশের অবস্থান উল্লেখযোগ্য।

গণমাধ্যমের কাছে দেশের ইতিবাচক ভাবমূর্তি প্রচারে বিশেষ উদ্যোগ প্রত্যাশা করেন মেয়র।  

বাংলাদেশ প্রতিদিনের বিশেষ প্রতিনিধি ও চট্টগ্রাম ব্যুরো প্রধান রিয়াজ হায়দার চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলম, চট্টগ্রাম প্রেস ক্লাব সভাপতি আলী আব্বাস, সিইউজে সাধারণ সম্পাদক হাসান ফেরদৌস, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ইফতেখার সাইমুল চৌধুরী, বিএফইউজে যুগ্ম মহাসচিব মহসিন কাজী, প্রেস ক্লাব সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, কালের কণ্ঠের ব্যুরো প্রধান মুস্তফা নঈম ও ডেইলি সানের ব্যুরো প্রধান নুর উদ্দিন আলমগীর, জুনিয়র চেম্বারের প্রতিষ্ঠাতা সভাপতি ও খুলশী ক্লাবের প্রেসিডেন্ট নিয়াজ মোর্শেদ এলিট, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সাইফুল আলম বাবু, চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুল মান্নান, মহানগর পূজা উদযাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক সুমন দেবনাথ, বিএফইউজের নির্বাহী সদস্য রুবেল খান, আজহার মাহমুদ, চট্টগ্রাম ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি দিদারুল আলম, চট্টগ্রাম টিভি ক্যামেরা জার্নালিস্টস এসোসিয়েশনের সাধারণ সম্পাদক শামসুল আলম বাবু,  চট্টগ্রাম প্রেস ক্লাবের সাংস্কৃতিক সম্পাদক রূপম চক্রবর্তী, সাংবাদিক খোরশেদুল আলম শামীম, জামালখান ওয়ার্ড কাউন্সিলর শৈবাল দাশ সুমন, কনকর্ডের উপ ব্যবস্থাপক বিশ্বজিৎ ঘোষ,  যুবনেতা এম মহিউদ্দিন, ছাত্রলীগের ল' কলেজের সভাপতি টিপু শীল জয়দেব, সচেতন তরুণ প্রজম্মের প্রধান সমন্বয়ক ম. মাহমুদুর রহমান শাওন, সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা শেখ মহিউদ্দিন বাবু, চট্টগ্রাম সাহিত্য পাঠচক্রের সাধারণ সম্পাদক আসিফ ইকবাল, কম্পিউটার অপারেটর অ্যাসোসিয়েশনের সভাপতি মো. হারুন ও সাধারণ সম্পাদক কায়েস চৌধুরী, সীতাকুণ্ড প্রেস ক্লাবের সভাপতি মেজবাহ উদ্দিন চৌধুরী, বোধনের প্রণব চৌধুরী, মঈনুল, অনুপম শীল, বিপ্লব প্রমুখ।   

মেয়র বলেন, দেশের কল্যাণে বাংলাদেশ প্রতিদিন মাদক ও জঙ্গিবাদ প্রতিরোধে যে ভূমিকা রাখছে তা প্রশংসনীয়।

দেশ ও জাতীর স্বার্থে এ ধারা অব্যাহত রাখতে বাংলাদেশ প্রতিদিনের প্রতি অনুরোধ জানান মেয়র।

বাংলাদেশ সময়: ২১৪৭ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৯
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।