ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

সাড়ে ৫ লাখ টাকা ডাউন পেমেন্টে নতুন প্রোটন কার!

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২০ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৯
সাড়ে ৫ লাখ টাকা ডাউন পেমেন্টে নতুন প্রোটন কার! পিএইচপি অটোমোবাইলসের প্যাভিলিয়ন উদ্বোধন করেন সুফি মোহাম্মদ মিজানুর রহমান। ছবি: সোহেল সরওয়ার

চট্টগ্রাম: সাড়ে ৫ লাখ টাকা ডাউন পেমেন্টে মালয়েশিয়ার বিখ্যাত ব্রান্ড প্রোটনের ‘সাগা’ কারের মালিক হওয়ার অফার দিচ্ছে পিএইচপি অটোমোবাইলস লিমিটেড। এরপর ৩৬ মাসের সুদমুক্ত সহজ কিস্তিতে পরিশোধ করতে হবে বাকি ১৩ লাখ টাকা।

এ অফারটি পাওয়া যাবে নগরের পলোগ্রাউন্ড মাঠে চট্টগ্রাম চেম্বার আয়োজিত মাসব্যাপী বাণিজ্যমেলায় পিএইচপি অটোমোবাইলসের প্যাভিলিয়নে।

শুক্রবার (১৫ মার্চ) বিকেলে প্যাভিলিয়ন উদ্বোধন অনুষ্ঠানে বাংলানিউজকে এসব তথ্য জানান প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আকতার পারভেজ।

প্যাভিলিয়নের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান সুফি মোহাম্মদ মিজানুর রহমান।

তিনি বলেন, আমাদের লক্ষ্য দেশকে দারিদ্র্যমুক্ত ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা।

প্রতিষ্ঠালগ্ন থেকে পিএইচপি ফ্যামিলি দেশের কল্যাণে কাজ করছে। আমাদের দীর্ঘদিনের স্বপ্ন ছিল স্বাধীন দেশের মানুষকে পুরোনো গাড়ির পরিবর্তে দেশে তৈরি নতুন গাড়িতে চড়ানো। তাই মালয়েশিয়ার প্রোটন ব্রান্ডের নতুন গাড়ি অ্যাসেম্বল করে সুলভমূল্যে বাজারজাত করছি আমরা। আমাদের সন্তানরা চোখ খুলে দিয়েছে।

মোহাম্মদ আকতার পারভেজ বলেন, মেলা চলাকালীনই আমরা প্রোটনের ‘পারসোনা’ কার নিয়ে আসবো ইনশাআল্লাহ। বর্তমানে ১ হাজার ৩৩২ সিসির ‘সাগা’ কার ছাড়াও রয়েছে ২৫ লাখ ৫০ হাজার টাকা দামের ‘প্রোটন প্রেভি’ এবং ২৬ লাখ ৫০ হাজার টাকার ‘প্রোটন এক্সরা’ কার। আমরা গ্রাহকদের এমন কিছু সুবিধা দিচ্ছি যা অন্য কোথাও পাওয়া যাবে না। কোনো গ্রাহকের গাড়ি যদি দুর্ঘটনা কবলিত হয়, আমাদের সার্ভিসিং সেন্টারে থাকাকালীন একই ব্রান্ডের একটি গাড়ি দিচ্ছি ব্যবহারের জন্য। ৫ বছর ব্যবহারের পর গাড়িটি আমাদের কাছে রি-সেল করার সুযোগ পাবেন। কোনো ধরনের প্রসেসিং ফি নিচ্ছি না। ৩ বছরের রিপ্লেস ওয়ারেন্টি দিচ্ছি। ২১ হাজার কিলোমিটারে ৫টি ফ্রি সার্ভিস।

পিএইচপি অটোমোবাইলসের কর্মকর্তা মেজবাহ উদ্দিন আতিক বাংলানিউজকে জানান, বাণিজ্যমেলায় প্রাইভেট কারের পাশাপাশি তিন ক্যাটাগরির মোটরসাইকেলে বিশেষ ছাড় দেওয়া হচ্ছে। ১ লাখ ৪ হাজার ৯০০ টাকার ১২৫ সিসি ‘পিএইচপি সুপার ১০০’, ১ লাখ ৪০ হাজার টাকার ১৫০ সিসি ‘পিএইচপি মারকাবা’ এবং ১ লাখ ৭৫ হাজার টাকার ‘পিএইচপি মারকাবা প্লাস’ মোটর সাইকেলে মেলা উপলক্ষে অর্ধেক ডাউন পেমেন্টে সুদ ছাড়া ৬ কিস্তিতে মূল্য পরিশোধের অফার রয়েছে মেলায়। নগদ মূল্য পরিশোধে রয়েছে ৫-৯ হাজার টাকা বিশেষ ছাড়।

বাংলাদেশ সময়: ২১১৫ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৮
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।