ঢাকা, মঙ্গলবার, ১৭ বৈশাখ ১৪৩১, ৩০ এপ্রিল ২০২৪, ২০ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

পটিয়ায় দুই পক্ষের সংঘর্ষে শিক্ষার্থী নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৫ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৮
পটিয়ায় দুই পক্ষের সংঘর্ষে শিক্ষার্থী নিহত

চট্টগ্রাম: পটিয়ার জিরি ইউনিয়নে আওয়ামী লীগ ও বিএনপি প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে আবু সাদেক (১৬) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছে।

রোববার (৩০ ডিসেম্বর) সকাল ১১টার দিকে জিরি ইউনিয়নের দক্ষিণ মালিয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের সামনে এ ঘটনা ঘটে।

নিহত আবু সাদেক দক্ষিণ মালিয়ারা এলাকার আবুল কাশেম মেম্বারের ছেলে এবং ইসলামী ছাত্রসেনার কর্মী বলে জানা গেছে।

চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) আফরুজুল হক টুটুল বাংলানিউজকে বলেন, ‘পটিয়া উপজেলার জিরি ইউনিয়নে আওয়ামী লীগ ও বিএনপি প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের মাঝে পড়ে আবু সাদেক নামের ওই শিক্ষার্থী নিহত হয়েছে। তার মাথায় ইট দিয়ে আঘাত করে থেঁতলে দেওয়া হয়েছে।

এর আগে শনিবার রাতে পটিয়ার কুসুমপুরা এলাকায় বিএনপি কর্মীদের ইটের আঘাতে দিল মোহাম্মদ নামে এক যুবলীগ কর্মী নিহত হয়। দিল মোহাম্মদ খুনের ঘটনায় পটিয়া থানা পুলিশ পাঁচজনকে আটক করেছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

বাংলাদেশ সময়: ১২৪৫ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৮
এসকে/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।