ঢাকা, সোমবার, ২৯ বৈশাখ ১৪৩১, ১৩ মে ২০২৪, ০৪ জিলকদ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

মুক্তিযুদ্ধের ইতিহাস জেনে দেশকে ভালোবাসতে হবে

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২১৭ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৮
মুক্তিযুদ্ধের ইতিহাস জেনে দেশকে ভালোবাসতে হবে বিওয়াইএফজি আয়োজিত মুক্তিযোদ্ধা সম্মাননা অনুষ্ঠান

চট্টগ্রাম: প্রশিক্ষণ ছাড়া অনেক মুক্তিযোদ্ধা অসীম সাহস নিয়ে দেশের জন্য লড়েছেন। দেশরক্ষার লড়াইয়ে এবং স্বাধীনতা অর্জনের নেশায় মুক্তিযোদ্ধারা কখনো পিছপা হননি। বরং পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে লড়েছেন শেষ পর্যন্ত। বর্তমান প্রজন্মকে মুক্তিযুদ্ধের ইতিহাস জেনে দেশকে ভালোবাসতে হবে।

শুক্রবার (২১ ডিসেম্বর) বিকেলে এনায়েত বাজার মহিলা কলেজ ক্যাম্পাসে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সংবর্ধিত ৩ মুক্তিযোদ্ধা এসব কথা বলেন।

বুড্ডিস্ট ইয়ুথ ফ্রেন্ডশিপ গ্রুপ বাংলাদেশের (বিওয়াইএফজি) এ অনুষ্ঠানের আয়োজন করে।

এতে মুক্তিযোদ্ধা আবু সাইদ, ভানুরঞ্জন চক্রবর্ত্তী ও সুশান্ত বড়ুয়াকে সংবর্ধনা দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ইউএসটিসি) সাবেক উপাচার্য প্রফেসর ডা. প্রভাত চন্দ্র বড়ুয়া।

বিওয়াইএফজির সভাপতি কল্লোল বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন বাংলাদেশ বুড্ডিস্ট ফাউন্ডেশনের ট্রাস্টি ও পৃষ্ঠপোষক সিদ্ধার্থ বড়ুয়া, সিভিও পেট্রোক্যামিকেল রিফাইনারি লিমিটেডের ডিএমডি নিজাম উদ্দিন মাহামুদ হোসেন, বিওয়াইএফজির সাধারণ সম্পাদক প্রকৌশলী মিহির বড়ুয়া, সাংগঠনিক সম্পাদক সজীব চৌধুরী গুঞ্জন প্রমুখ।

বিকেল ৩টায় ৭১ শীর্ষক চিত্রাঙ্কন প্রতিযোগিতা শুরু হয়। এতে নগরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের দুই শতাধিক শিক্ষার্থী অংশ নেন।

বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৮
এসইউ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।