ঢাকা, রবিবার, ২৮ বৈশাখ ১৪৩১, ১২ মে ২০২৪, ০৩ জিলকদ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

হামানদিস্তার ভেতরে পৌনে ১ কেজি স্বর্ণ!

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৬ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৮
হামানদিস্তার ভেতরে পৌনে ১ কেজি স্বর্ণ!

চট্টগ্রাম: শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে মাসকাট থেকে আসা এক যাত্রীর লাগেজে হামানদিস্তার ভেতর সুকৌশলে লুকানো পৌনে ১ কেজি স্বর্ণ পেয়েছে কাস্টম কর্মকর্তারা।

শুক্রবার (২১ ডিসেম্বর) সকাল পৌনে ৯টায় রিজেন্ট এয়ারওয়েজের (আরএক্স ৭২৪) ফ্লাইটে আসা জাহিদুল ইসলাম নামের ওই যাত্রীকে আটক করা হয়।

চট্টগ্রাম কাস্টম হাউসের সহকারী কমিশনার (এসি) নাসির উদ্দিন মাহমুদ খান বাংলানিউজকে জানান, জাহিদুল ইসলামের লাগেজ স্ক্যানিংয়ের সময় পান-সুপারি গুঁড়ো করার একটি হামানদিস্তার (পেষণযন্ত্র) অস্তিত্ব ধরা পড়ে।

বিষয়টি নিয়ে কাস্টম কর্মকর্তার সন্দেহ হলে পুনরায় স্ক্যানিংয়ে সুকৌশলে লুকানো স্বর্ণের অস্তিত্ব ধরা পড়ে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে যাত্রী স্বর্ণ থাকার বিষয়টি অস্বীকার করে।

এরপর যাত্রীসহ সংশ্লিষ্ট সংস্থাগুলোর প্রতিনিধিদের উপস্থিতিতে ওই হামানদিস্তা ভাঙা হয়। হামানদিস্তার তলায় গোলাকৃতির একটি এবং দণ্ডের মধ্যে লুকানো দণ্ডাকৃতির একটি স্বর্ণ পাওয়া যায়। স্বর্ণগুলোর ওজন ৬৯৮ গ্রাম।

যাত্রীকে আটক করে স্বর্ণসহ যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানান এসি নাসির উদ্দিন মাহমুদ খান।

বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৮
এআর/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।