ঢাকা, রবিবার, ২ আষাঢ় ১৪৩১, ১৬ জুন ২০২৪, ০৮ জিলহজ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবক খুন, গ্রেফতার ৪

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫৩ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৮
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবক খুন, গ্রেফতার ৪

চট্টগ্রাম: নগরের বন্দর থানা এলাকায় সাবেক দুই ছাত্রলীগ নেতার অনুসারীদের মধ্যে সংঘর্ষের পর মো. শাহেদ প্রকাশ রনি (২৭) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) ভোর রাতে বন্দর থানা এলাকার ইসহাক কনটেইনার ডিপোর পাশে এ ঘটনা ঘটে।

বৃহস্পতিবার বিকেলে অভিযান চালিয়ে এ ঘটনায় ‘জড়িত’ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতার চারজন হলেন- মো. রানা (২৯), মো. আলাউদ্দিন (৩৬), মো.  তাজ উদ্দিন (৩৫) ও মো. আজাদ (৩৩)

নিহত মো. শাহেদ প্রকাশ রনি ওই এলাকার একটি দোকানের কর্মচারী বলে জানিয়েছে পুলিশ।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (বন্দর) মো. আরেফিন জুয়েল বাংলানিউজকে বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ইসহাক কনটেইনার ডিপোর পাশে দুই গ্রুপের সংঘর্ষে মো. শাহেদ নামে এক যুবক নিহত হয়েছে।

এ ঘটনায় জড়িত চারজনকে গ্রেফতার করা হয়েছে।

মো. আরেফিন জুয়েল জানান, বুধবার রাতে দুই গ্রুপে মারামারির একপক্ষ শাহেদকে কুপিয়ে জখম করে। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর শাহেদ মারা যায়।

পুলিশ সূত্রে জানা যায়, সাবেক ছাত্রলীগ নেতা মোর্শেদ এবং ফটিকের অনুসারীদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৮
এসকে/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।