ঢাকা, রবিবার, ২ আষাঢ় ১৪৩১, ১৬ জুন ২০২৪, ০৮ জিলহজ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

আফছারুল আমীনের প্রচার গাড়িতে হামলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১৮ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৮
আফছারুল আমীনের প্রচার গাড়িতে হামলা হামলায় ক্ষতিগ্রস্ত গাড়ি

চট্টগ্রাম: নগরের পাঁচলাইশ থানার বাদুরতলা এলাকায় চট্টগ্রাম-১০ আসনে আওয়ামী লীগের প্রার্থী ডা. আফছারুল আমীনের প্রচার গাড়িতে হামলা হয়েছে।

বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে বাদুরতলা জঙ্গিশাহ মাজার গেইট এলাকায় এ হামলার ঘটনা ঘটে বলে বাংলানিউজকে জানান আফছারুল আমীনের ব্যক্তিগত সহকারী মো. দেলোয়ার হোসেন।

তিনি বলেন, ‘শুলকবহর, বাদুরতলা এলাকায় প্রচারণা শেষ করে ফেরার সময় আমাদের পেছনের গাড়িতে দুর্বৃত্তরা হামলা করেছে।

তারা আমাদের গাড়ি লক্ষ করে ইট নিক্ষেপ করে। তবে কেউ আহত হয় নি।

হামলায় আফছারুল আমীনের গাড়ি বহরে থাকা একটি ট্রাকের সামনের কাচ ভেঙে গেছে।

হামলার বিষয়টি স্বীকার করে পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম ভুঁইয়া বাংলানিউজকে বলেন, ‘ডা. আফছারুল আমীন সাহেবের প্রচার গাড়িতে হামলা হয়েছে বলে শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আমরা ব্যবস্থা নিচ্ছি। ’

বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৮
এসকে/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।