ঢাকা, বুধবার, ১৭ বৈশাখ ১৪৩১, ০১ মে ২০২৪, ২১ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

বই উৎসব সরকারের বড় সাফল্য: মোছলেম

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫৮ ঘণ্টা, জানুয়ারি ১, ২০১৮
বই উৎসব সরকারের বড় সাফল্য: মোছলেম নতুন বই হাতে উচ্ছ্বসিত শিক্ষার্থীদের সঙ্গে দক্ষিণ জেলা আওয়ামী লীগ সভাপতি মোছলেম উদ্দিন আহমেদ।

চট্টগ্রাম: নতুন বছরের প্রথম দিন বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া বর্তমান সরকারের বড় সাফল্য বলে মন্তব্য করেছেন দক্ষিণ জেলা আওয়ামী লীগ সভাপতি মোছলেম উদ্দিন আহমেদ।

সোমবার (১ জানুয়ারি) বেলা ১১টায় বোয়ালখালীর গোমদণ্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে বই উৎসবের উদ্বোধনকালে এ মন্তব্য করেন।

তিনি বই উৎসবের ধারাবাহিকতা অব্যাহত রাখতে আগামী দিনগুলোতে সরকারকে ঐক্যবদ্ধভাবে সহযোগিতা করার আহ্বান জানান।

 

এ সময় পৌর আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক শেখ শহীদুল আলম, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি কাউন্সিলর শামীম আরা বেগম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মঈনুল আবেদীন নাজিম, শিক্ষক তাজুল ইসলাম, মো. আজাদ, প্রলয় চৌধুরী মুক্তি, রনি বিশ্বাস, মঞ্জুর আলম, শৈবাল দাশ, দিল আফরোজ রিতা, প্রজীব বড়ুয়া, সেলিম মোহাম্মদ, নুরুল আলম, মো. জাহাঙ্গীর আলম, গোলাম ফারুখ উপস্থিত ছিলেন।

অতিথিরা শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন।

উপজেলার প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়গুলোতে বই বিতরণ উৎসব চলছে বলে জানিয়েছেন উপজেলা শিক্ষা কর্মকর্তা।

হাতে নতুন বই, গন্ধে মাতোয়ারা শিক্ষার্থীরা

বাংলাদেশ সময়: ১৩৫৬ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০১৮

এআর/টিসি

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।