ঢাকা, মঙ্গলবার, ৭ জ্যৈষ্ঠ ১৪৩১, ২১ মে ২০২৪, ১২ জিলকদ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

নালা ও সড়কে ময়লা না ফেলতে সতর্ক করলেন ম্যাজিস্ট্রেট

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১১ ঘণ্টা, জানুয়ারি ২, ২০১৭
নালা ও সড়কে ময়লা না ফেলতে সতর্ক করলেন ম্যাজিস্ট্রেট

চট্টগ্রাম: নগরীর এনায়েত বাজার ওয়ার্ডের দোকানি ও বাসা-বাড়ির মালিক ও বাসিন্দাদের নালা-নর্দমা ও সড়কে ময়লা না ফেলার জন্য সতর্ক করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) নির্বাহী ম্যাজিস্ট্রেট যূথিকা সরকার।

সোমবার (০২ জানুয়ারি) ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নেতৃত্ব দেন তিনি। রোববার (০১ জানুয়ারি) এনায়েত বাজারসহ বেশ কয়েকটি ওয়ার্ডে চসিকের আলোচিত ‘ডোর টু ডোর’ বর্জ্য সংগ্রহ ও অপসারণ কার্যক্রম শুরু হয়।

     

অভিযানকালে বাটালী রোডের ফুটপাতের ওপর দোকানের মালামাল রেখে জনগণের চলাচলে বিঘ্ন সৃষ্টি করায় সোহাগ অ্যান্ড ব্রাদার্সের মালিককে ১ হাজার টাকা, এফকে দোকানের মালিককে ২ হাজার টাকা এবং অস্বাস্থ্যকর নোংরা পরিবেশে খাদ্যসামগ্রী বিক্রি করায় বাটালী হোটেলকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় ডিসি হিল সংলগ্ন ফুটপাত থেকে অবৈধ দোকানপাট সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়।

 

অভিযানকালে চসিকের স্বাস্থ্য বিভাগের স্যানিটারি ইন্সপেক্টর, স্বাস্থ্য পরিদর্শক, কর্মকর্তা ও নগর পুলিশ ম্যাজিস্ট্রেটকে সহায়তা দেন।

বাংলাদেশ সময়: ১৯০৫ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০১৭

এআর/টিসি

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।