ঢাকা, শনিবার, ২১ বৈশাখ ১৪৩১, ০৪ মে ২০২৪, ২৪ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চন্দনাইশে আরও এক কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত

রমেন দাশগুপ্ত, স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৪ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
চন্দনাইশে আরও এক কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত ছবি: সোহেল সরওয়ার / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চন্দনাইশ থেকে: চন্দনাইশ পৌরসভা নির্বাচনে আরও এক কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।   বুধবার সকাল ১০টার দিকে উপজেলার ১নং ওয়ার্ডের উত্তর গাছবাড়িয়া বদুরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়।



জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজিবুল আহসান বাংলানিউজকে এ বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে সকালে ভোটগ্রহণ শুরুর আগেই চন্দনাইশে দুইটি কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়।
 

ভোর সাড়ে ছয়টার দিকে ভোটগ্রহণ শুরু হওয়ার আগেই আসলাতুন চৌধুরী ফোরকানিয়া মাদ্রাসা কেন্দ্রে কিছু দুর্বৃত্ত এসে ব্যালটে সিল মারা শুরু করে। এসময় তারা প্রায় ৯৫০ ব্যালটে সিল মারে। একইভাবে গাছবাড়িয়া নিত্যানন্দ গৌরচন্দ্র মডেল মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রেও প্রকাশ্যে ব্যালটে সিল মারার ঘটনা ঘটেছে।

নির্বাচন কমিশন সচিবের কাছে এ অভিযোগ আসার পর তার নিদের্শে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা ভোটগ্রহণ স্থগিত করেন।  

বাংলাদেশ সময়: ১০১২ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
আরডিজি/আইএসএ/টিসি

** চন্দনাইশে ২ ভোটকেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।