ঢাকা, রবিবার, ২ আষাঢ় ১৪৩১, ১৬ জুন ২০২৪, ০৮ জিলহজ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

শিল্পকলায় নবান্ন উৎসবে প্রাণের উচ্ছ্বাস

স্টাফ করেসপনডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৪ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৪
শিল্পকলায় নবান্ন উৎসবে  প্রাণের উচ্ছ্বাস ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: মঙ্গল চেতনায় জাগি নবান্নের উৎসবে স্লোগানে নৃত্যের ছন্দে বরণ করা হল বাঙালীর অন্যতম পার্বণ নবান্ন উৎসবকে।

জেলা শিল্পকলা একাডেমি অনিরুদ্ধ মুক্তমঞ্চে শুক্রবার সন্ধ্যায় বর্ণিল নবান্ন উৎসবের আয়োজন করে।

অনুষ্ঠান উদ্বোধন করেন চট্টগ্রাম জেলা মহিলা ক্রীড়া সংস্থার সভানেত্রী বেগম ইশরাত জাহান।

নবান্ন উৎসব উপলক্ষ্যে শিল্পকলা একাডেমি প্রাঙ্গণ নানা রঙে আলোকসজ্জায় সাজানো হয়।
এছাড়া পিঠাপুলির স্টলও দেখা গেছে।

আবৃত্তিশিল্পী ফারুক তাহেরের সঞ্চালনায় উৎসবে চট্টগ্রামের বিশিষ্ট শিল্পীবৃন্দ আঞ্চলিক গান, মাইজভান্ডারী গান, হঁওলাগীত, মুক্তিযুদ্ধেরগান, রবীন্দ্রসংগীত, নজরুলসংগীত, পল্লীগীতি, দেশাত্ববোধক গান, আবৃত্তি ও নৃত্য পরিবেশন করে।

ঢোলের তালে নবান্ন বরণ করে উদ্ধোধনী নৃত্য পরিবেশন করে শিল্পকলা একাডেমি নৃত্যদল। দ্রোহ ও বিষাদের কবিতা আবৃত্তি  করেন আবৃত্তিশিল্পী রাশেদ হাসান।

দলীয় নৃত্য পরিবেশন করে মায়াবী ডান্স একাডেমি, সমবেত সঙ্গীত পরিবেশন করেন শিল্পকলা একাডেমি সঙ্গীতদল।

আবৃত্তি পরিবেশন করেন মুজাহিদুল ইসলাম ও শ্রাবনী দাশগুপ্তা। একক সঙ্গীত পরিবেশন করেন সুজন দাশ, নুসরাত জাহান রিনি, আলাউদ্দিন তাহের, চন্দ্রিমা ভৌমিক, আবদুর রহিম,শিমুল শীল,কোহেলী মজুমদার।

বাংলাদেশ সময়: ২০৩৩ ঘন্টা, ডিসেম্বর ১৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।