ঢাকা, রবিবার, ২ আষাঢ় ১৪৩১, ১৬ জুন ২০২৪, ০৮ জিলহজ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

মালদ্বীপে পানি বিতরণ শেষে চট্টগ্রামে সমুদ্রজয়

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫০ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৪
মালদ্বীপে পানি বিতরণ শেষে চট্টগ্রামে সমুদ্রজয় ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: মালদ্বীপের রাজধানী মালেতে জরুরী সহায়তা হিসেবে সুপেয় পানি বিতরণ শেষে দেশে ফিরেছে নৌবাহিনীর জাহাজ সমুদ্র জয়।

শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে জাহাজটি চট্টগ্রাম নৌ বন্দরে এসে পৌঁছায়।



সমুদ্র জয়’র অধিনায়ক ক্যাপ্টেন কুতুব উদ্দিন জানান, গত ১১ ডিসেম্বর জাহাজটি মালে বন্দরে পৌঁছার পর প্রতিরক্ষা মন্ত্রী কর্নেল আহমেদ নাজিমের (অব.) কাছে আনুষ্ঠানিকভাবে এক লাখ লিটার বিশুদ্ধ বোতলজাত পানি এবং  ডি-স্যালাইনেশন প্ল্যান্ট হস্তান্তর করা হয়।

মালে বন্দরে অবস্থানকালে প্রতিদিন ১০ টন সুপেয় পানি বিতরণ করে সমুদ্রজয় ।
আর্তমানবতার সহায়তায় নৌ বাহিনীর এ উদ্যোগের জন্য বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানিয়েছে মালদ্বীপ।

গত ৪ ডিসেম্বর মালে’র ওয়াটার ও সুয়ারেজ কোম্পানির (এমডব্লিউএসসি) জেনারেটরে আগুন লাগলে শোধনাগার ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। এতে পানি সরবরাহ ব্যবস্থা বন্ধ হয়ে যায়। রাজধানী মালেতে চরম পানি সংকটে পড়ে প্রায় লক্ষাধিক মানুষ।

এ পরিপ্রেক্ষিতে দেশটির সরকার ৫ ডিসেম্বর জাতীয় বিপর্যয় ঘোষণা করে সংকট নিরসনে আন্তর্জাতিক সাহায্যের আবেদন করে। সেই আবেদনে সাড়া দিয়ে বাংলাদেশ সরকারের নির্দেশনায় এক দিনের মধ্যেই প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে নৌ বাহিনী জাহাজটি মালদ্বীপের উদ্দেশে যাত্রা করে।

বাংলাদেশ সময়: ১৩৪৯ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।