ঢাকা, রবিবার, ২ আষাঢ় ১৪৩১, ১৬ জুন ২০২৪, ০৮ জিলহজ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

বারইয়ারহাটে ৪০টি বসতঘরে আগুন

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৮ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৪
বারইয়ারহাটে ৪০টি বসতঘরে আগুন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মিরসরাই: উপজেলার বারইয়ারহাট এলাকায় ভয়াবহ অগ্নকান্ডে পুড়ে গেছে প্রায় ৪০টি বসত ঘর।

বৃহষ্পতিবার বিকাল সাড়ে পাঁচটার দিকে পৌরসভার ভরবিট খালপাড় কলনিতে এই অগ্নকান্ডের ঘটনা ঘটে।



বসত ঘরগুলো তিন জন মালিকের।   অগ্নিকাণ্ডের ঘটনাটি জোরারগঞ্জ থানার ওসি লিয়াকত আলী নিশ্চিত করেছেন।


তিনি বাংলানিউজকে জানান, কলোনির এই বসত ঘরগুলো এক কক্ষ বিশিষ্ট।   অগ্নিকাণ্ডে প্রায় এক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে আসার পূর্বেই সবগুলো ঘর ‍মালামালসহ পুড়ে যায়।

বসতঘরগুলোর ক্ষতিগ্রস্ত মালিক কামাল হোসেন, বেলাল উদ্দিন ও কাদের মিয়া জানান, কাদের নামে এক ভাড়াটিয়ার কক্ষ থেকে আগুনের সূত্রপাত হয়।

ফেনী ফায়ার সার্ভিসের কাছ থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত ক্ষয়ক্ষতির কোন বিবরণ পাওয়া যায়নি।

বারইয়ারহাট পৌর মেয়র আবু তাহের অগ্নিকাণ্ডের নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে শুনেছি।   এলাকার বাইরে থাকায় ঘটনাস্থলে যেতে পারিনি।

বাংলাদেশ সময়: ২২০৯ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।