ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

ঘুষ গ্রহণের সময় লোহাগাড়া উপজেলা শিক্ষা কর্মকর্তা আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৪ ঘণ্টা, মার্চ ৫, ২০১৪
ঘুষ গ্রহণের সময় লোহাগাড়া উপজেলা শিক্ষা কর্মকর্তা আটক

চট্টগ্রাম: ঘুষ নেওয়ার সময় লোহাগাড়া উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. মেরাজ উদ্দিনকে হাতে নাতে ধরেছে দুনীর্তি দমন কমিশন(দুদক)। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়।

এসময় তার কাছ থেকে ঘুষ নেওয়া বিশ হাজার টাকা‍ উদ্ধার করে দুদক কর্মকর্তারা।

বুধবার দুপুর সাড়ে বারটার দিকে এ ঘটনা ঘটে।


দুদক চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের পরিচালক আবদুল আজিজ ভূঁইয়া বাংলানিউজকে বলেন,‘লোহাগাড়া উপজেলার মধ্যপুটিবিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দপ্তরির চাকরি দেওয়ার নামে এক যুবকের কাছ থেকে ২০ হাজার টাকা ঘুষ গ্রহণ করে ‌উপজেলা শিক্ষা কর্মকর্তা মেরাজ উদ্দিন। ঘুষ গ্রহণের পর তাকে হাতে নাতে ধরা হয়। এসময় তিনি ঘুষ গ্রহণের কথা স্বীকার করেছেন। তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে দুর্নীতি দমন আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। ’

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহজাহান বাংলানিউজকে বলেন, ‘ঘুষ নেওয়ার সময় উপজেলা শিক্ষা কর্মকর্তাকে ধরেছে বলে শুনেছি। তবে এখনো থানায় নিয়ে আসা হয়নি। ’

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিজনুর রহমান বাংলানিউজকে বলেন,‘ঘুষ গ্রহণের দায়ে উপজেলা শিক্ষা কর্মকর্তাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ’

বাংলাদেশ সময়: ১৪৪৮ঘণ্টা, মার্চ ০৪,  ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।