ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে শিবির ক্যাডারের ১০ বছরের কারাদণ্ড

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫০ ঘণ্টা, মার্চ ৪, ২০১৪
চট্টগ্রামে শিবির ক্যাডারের ১০ বছরের কারাদণ্ড ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: অস্ত্র মামলায় ফটিকছড়ির দুর্ধর্ষ শিবির ক্যাডার সোহানুর রহমান সোহানকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন চট্টগ্রামের একটি আদালত।

মঙ্গলবার চট্টগ্রামের দ্বিতীয় যুগ্ম মহানগর দায়রা জজ এ এম জুলফিকার হায়াত এ রায় দিয়েছেন।

ওই আদালতের বেঞ্চ সহকারী মো.মাসুদ রায়ের বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

আদালত সূত্রে জানা গেছে, ২০০১ সালের ১৩ এপ্রিল সোহানুর রহমান সোহানকে নগরীর পাঁচলাইশ এলাকা থেকে একটি কাটা বন্দুকসহ গ্রেপ্তার করে পাঁচলাইশ থানা পুলিশ।
ওইদিনই তার বিরুদ্ধে নগরীর পাঁচলাইশ থানায় একটি মামলা দায়ের হয়।

তদন্ত শেষে ২০০২ সালের ৩১ জানুয়ারি আদালতে অভিযোগপত্র দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা। একই বছরের ১৩ এপ্রিল আসামীর বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত।

মোট পাঁচজনের সাক্ষ্য শেষে মঙ্গলবার আদালত এ রায় ঘোষণা করেন।

সোহান ফটিকছড়ি উপজেলার বখতপুর গ্রামের লালুর বাপের বাড়ির জনৈক আব্দুল আজিজের ছেলে। গ্রেপ্তারের কয়েক বছর পর জামিনে গিয়ে সোহান পলাতক হয়ে গেছে বলে আদালত সূত্রে জানা গেছে।

বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, মার্চ ০৪,২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।