ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চেম্বার সভাপতির সঙ্গে বিদায়ী ও নবনিযুক্ত ভারতীয় সহকারি হাইকমিশনারের সাক্ষাত

স্টাফ করেসপন্ডেন্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৫ ঘণ্টা, মার্চ ৩, ২০১৪
চেম্বার সভাপতির সঙ্গে বিদায়ী ও নবনিযুক্ত ভারতীয় সহকারি হাইকমিশনারের সাক্ষাত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: চট্টগ্রাম চেম্বার অব কমার্সের সভাপতি মাহবুবুল আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেছেন বিদায়ী ভারতীয় হাইকমিশনার সোমনাথ ঘোষ ও সদ্য নিযুক্ত হাইকমিশনার সোমনাথ হালদার।

সোমবার বিকালে নগরীর ওয়ার্ল্ড ট্রেড সেন্টারস্থ চেম্বার কার্যালয়ে তাঁরা এ সৌজন্য সাক্ষাত করেন।



সাক্ষাতে বাংলাদেশ-ভারত সর্ম্পক উন্নয়নে যৌথ অংশগ্রহণে বিভিন্ন কর্মকাণ্ড সম্পাদনের জন্য বিদায়ী হাইকমিশনারকে অভিনন্দন জানান চেম্বার সভাপতি।

নবনিযুক্ত হাইকমিশনারকে স্বাগত জানিয়ে চেম্বার সভাপতি আগামীতে ভারতের সঙ্গে ব্যবসা-বাণিজ্য সম্প্র্রসারণে সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান।


সাক্ষাতে বিদায়ী হাই কমিশনার সোমনাথ ঘোষ বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে চট্টগ্রামকে অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে এ অঞ্চলে বিশেষায়িত শিল্পাঞ্চল গড়ে তোলার কাজ দ্রুত শেষ করার পরার্মশ দেন ।

এসময় চেম্বার সহ সভাপতি সৈয়দ জামাল আহমেদ, পরিচালক মাহফুজুল হক শাহ, এম এ মোতালেব, জহুরুল আলম এবং প্রাক্তন পরিচালক হাবিবুল হক উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯৪৯ ঘন্টা, র্মাচ ৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।