ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে পাহাড় ধসে গৃহিণীর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০১৪
চট্টগ্রামে পাহাড় ধসে গৃহিণীর মৃত্যু

চট্টগ্রাম: নগরীর বায়োজিদ থানার শান্তিনগর এলাকায় পাহাড় ধসে নুরুন্নাহার বেগম(৩০) নামে এক গৃহিণীর মৃত্যু হয়েছে। এসময় তার শশুর জয়দুল হোসেনও আহত হন।

সোমবার বিকালে এ ঘটনা ঘটে।

নুরুন্নাহার বেগমের স্বামী মনির হোসেন বাংলানিউজকে বলেন, ‘সোমবার বিকালে পাহাড়ের পাশে লাকড়ি কাটতে যায় নুরুন্নাহার।
এসময় পাহাড় ধসে যায়। সে মাটির নিচে পড়ে যায়। গুরুতর আহতবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। এসময় আমার বাবাও আহত হন। ’

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারি উপ পরিদর্শক পঙ্কজ বড়ুয়া বাংলানিউজকে বলেন,‘বায়োজিদে পাহাড় ধসের ঘটনায় আহত নুরুন্নাহার বেগমকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ’

১ ছেলে ১ মেয়ের জননী নুরুন্নাহার স্বামীর সঙ্গে বায়োজিদ থানার শান্তি নগর এলাকায় পাহাড়ের পাদদেশে বসবাস করতেন। তার স্বামী মনির হোসেন আমিন জুট মিলের কর্মচারী। তাদের গ্রামের বাড়ি ব্রাহ্মনবাড়িয়ায় বলে জানা গেছে।

বাংলাদেশ সময়: ১৯০০ঘণ্টা, ফেব্রুয়ারী ০৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।