ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

রাতআপ কর্ণফুলী শাখার রক্তদান কর্মসূচি

চট্টগ্রাম প্রতিদিন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০২ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৪
রাতআপ কর্ণফুলী শাখার রক্তদান কর্মসূচি

চট্টগ্রাম: পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে নগরীর ডাঙ্গাচর এলাকায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে রাহে ভান্ডার তরুণ আশেকান পরিষদ(রাতআপ) কর্ণফুলী শাখার উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।



রক্তদান কর্মসূচিতে সহযোগিতা করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম ইউনিট।

সকালে কর্মসূচির উদ্বোধন করেন বিএমএ চট্টগ্রামের সাবেক সভাপতি ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চট্টগ্রাম জেলা ইউনিটের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ডা. শেখ শফিউল আজম।


এসময় উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট চট্টগ্রাম মহানগর সাধারণ সম্পাদক মরজিনা আক্তার লুসিয়া, কর্ণফুলী ১নং জুলধা ইউনিয়নের চেয়ারম্যান নুরুল হক, ইউপি সদস্য রত্না রানী দত্ত, সিরাজুল ইসলাম হৃদয়, সালেহ আহমেদ, রাশেদুল হাসান সাহেদ।

অনুষ্ঠানে ডা. শেখ শফিউল আজম বলেন, এ রক্তদান কর্মসূচি হচ্ছে মানব কল্যাণের একটি অংশ। সবাইকে স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে আসতে হবে। এই ধরনের অনুষ্ঠান আয়োজন করার জন্য রাহে ভান্ডার তরুণ আশেকান পরিষদের নেতাকর্মীদের তিনি ধন্যবাদ জানান।

বাংলাদেশ সময়: ২২২০ ঘণ্টা, জানুয়ারী ৩১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।