ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে ইটভাটায় ১ লাখ টাকা জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০১ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৪
চট্টগ্রামে ইটভাটায় ১ লাখ টাকা জরিমানা ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: সীতাকুণ্ড উপজেলার লতিফপুর এলাকায় দুটি ইটভাটায় ১লাখ টাকা জরিমানা করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মামুনের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমান আদালত এ জরিমানা করেন।



ইটভাটা দুটি হলো- কেএমএল ব্রিকস ইন্ডাস্ট্রিজ ও এআরসি ব্রিকস লিমিটেড।

উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মামুন বাংলানিউজকে জানান,‘কোন ধরণের লাইসেন্স  ও পরিবেশ ছাড়পত্র ছাড়াই ইট তৈরির দায়ে দুটি ইটভাটাকে ৫০ হাজার টাকা করে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
এছাড়া ভুমি মালিকানার কাগজও তারা দেখাতে পারেনি। ’

তিনি বলেন, ‘কাগজ দেখাতে তাদেরকে এক সপ্তাহের সময় দেওয়া হয়েছে। এ সময়ের মধ্যে কাগজ দেখাতে না পারলে ইটভাটা দুটি সিলগালা করে দেওয়া হবে। ’

প্রসঙ্গত, ২০১০ সালে সমুদ্রের পাড়ে অবৈধভাবে গড়ে ওঠা কেএমএল ব্রিকস ইন্ডাস্ট্রিজকে উচ্ছেদ করেছিল পরিবেশ অধিদপ্তর। পরবর্তীতে তারা আবারো কোন ধরণের অনুমোদন ছাড়াই ইট তৈরি শুরু করে।

বাংলাদেশ সময়: ২১৫২ঘণ্টা, জানুয়ারী ২৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।