ঢাকা, সোমবার, ৩০ আষাঢ় ১৪৩২, ১৪ জুলাই ২০২৫, ১৮ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে বিদেশী পিস্তলসহ যুবক গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:০৪, জানুয়ারি ২৯, ২০১৪
চট্টগ্রামে বিদেশী পিস্তলসহ যুবক গ্রেফতার ছবি: ফাইল ফটো

চট্টগ্রাম: নগরীর হালিশহর আবাসিক এলাকার এ ব্লক বিডিআর মার্কেটের সামনে থেকে নাইন এম এম পিস্তলসহ আফজাল হোসেন বিপ্লব (২০) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার বিকাল ৫টার দিকে তাকে গ্রেফতার করা হয়।



হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান কবির বাংলানিউজকে বলেন,‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিদেশী নাইন এমএম পিস্তল, ২ রাউন্ড গুলি ও একটি ম্যাগজিনসহ এক সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে। তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হবে। ’

বাংলাদেশ সময়: ১৮০২ ঘণ্টা, জানুয়ারী ২৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।