ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে জিয়ার জন্মবার্ষিকী পালন করলো ছাত্রদল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৫ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৪
চট্টগ্রামে জিয়ার জন্মবার্ষিকী পালন করলো ছাত্রদল ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহামানের ৭৮ তম জন্মবার্ষিকী উপলক্ষে নগরীর ষোল শহর বিপ্লব উদ্যানে পুষ্পমাল্য অর্পণ করেছে চট্টগ্রাম মহানগর ছাত্রদল।

রোববার সকালে পুষ্পার্পন শেষে চট্টগ্রাম আইন কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি ও নগর ছাত্রদল নেতা এইচএম রাশেদ খানের সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।



সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মহানগর ছাত্রদল নেতা মোহাম্মদ সিরাজ উদ্দিন, আব্দুল হামিদ পিন্টু, তৌহিদুল ইসলাম রাসেল, নুর উদ্দিন সোহেল, নুর হোসেন উজ্জ্বল, নুর উদ্দিন মিটু, আক্তার হোসেন, রাজিবুল হাসান রানা, মো. সরোয়ার, সোহেল ইসলাম, গোলজার হোসেন মিন্টু প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, Ô৫ জানুয়ারি প্রহসনের নির্বাচনের মাধ্যমে ফ্যাসিস্ট সরকার প্রমাণ করেছে বাংলাদেশের মানুষের প্রতি তাদের কোন সহমর্মিতা নেই।
জনপ্রিয়তা শূন্যের কোটায় বুঝতে পেরে জনগণের ভোটাধিকার হরণ করে একদলীয় নির্বাচনের নাটক মঞ্চস্থ করেছে। সকল দল ও সংবাদ মাধ্যমকে বন্ধ করে বাংলাদেশে ডিজিটাল বাকশাল কায়েম করেছে। ’

বক্তারা আরো বলেন,‘চট্টগ্রাম হচ্ছে আন্দোলন-সংগ্রামের সূতিকাগার, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রক্তে রঞ্জিত চট্টগ্রাম থেকেই স্বৈরচারী সরকারের চূড়ান্ত পতন নিশ্চিত করবে ছাত্রদল। ’

বাংলাদেশ সময়:২০৩০ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৪
সম্পাদনা: তপন চক্রবর্তী, ব্যুরো এডিটর।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।