ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে শিপব্রেকিং ইয়ার্ডে অগ্নিকাণ্ডে ৩ জন দগ্ধ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১০ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৪
চট্টগ্রামে শিপব্রেকিং ইয়ার্ডে অগ্নিকাণ্ডে ৩ জন দগ্ধ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: সীতাকুণ্ড থানার বারআউলিয়া এলাকার কবির স্টীল শিপব্রেকিং ইয়ার্ডে অগ্নিকাণ্ডে তিন শ্রমিক দগ্ধ হয়েছে। রোববার সকাল সাড়ে ১০টার দিকে এ দূর্ঘটনা ঘটে।



দগ্ধ শ্রমিকরা হলেন- তপন জলদাশ(৩০), লালু(১৯) ও মো. রিয়াদ(২০)। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদের মধ্যে তপন জলদাশ ও লালু’র অবস্থা আশংকাজনক বলে জানা গেছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক আবুল বাশার বাংলানিউজকে বলেন,‘কবির স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে কাজ করার সময় আগুন ধরে যায়। এসময় শ্রমিকরা পানি দিয়ে আগুন নেভাতে গেলে বিস্ফোরণে তিনজন দগ্ধ হয়। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে চিকিৎসা দেওয়া হচ্ছে। ’

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের কর্তব্যরত চিকিৎসক ডা. মিশমা ইসলাম বাংলানিউজকে বলেন,‘দগ্ধ তিন শ্রমিকের মধ্যে লালুর শরীরের ৩৮ শতাংশ ও তপনের ১৬ শতাংশ পুড়ে গেছে। মুখের অধিকাংশ পুড়ে যাওয়ায় দু’জনের অবস্থায় আশংকাজনক। দগ্ধ আরেক শ্রমিক রিয়াদকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ’

বাংলাদেশ সময়: ১২৫৪ঘণ্টা, জানুয়ারী ১৯, ২০১৪।
সম্পাদনা: তপন চক্রবর্তী, ব্যুরো এডিটর।  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।